‘এই স্থানে হিন্দু ছাড়া প্রবেশ নিষেধ, পুরীর মত দিঘার মন্দিরের গেটে লিখে দেখান’, মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাম-ময় গোটা দেশ। বাদ যায়নি বাংলাও। সকাল থেকে গেরুয়া পতাকায় ছেয়ে গিয়েছে গোটা রাজ্য। সাধারণ মানুষের পাশাপাশি রামনবমীকে (Ram Navami 2025) ঘিরে রাজনৈতিক দলগুলিরও উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে অভূতপূর্ব সাড়া পড়েছে রামনবমী ঘিরে। রামনবমীর মিছিলে শাসক-বিরোধী দুই পক্ষই। তবে বাড়তি তৎপরতা বিজেপিতে। এই পরিস্থিতিতেই এবার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

মমতাকে খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর-Suvendu Adhikari

রামনবমীর শুভ তিথিতে নন্দীগ্রামে রামমন্দিরের শিলন্যাস করলেন নন্দীগ্রাম বিধায়ক শুভেন্দু অধিকারী। একইসাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁড়ে দিলেন। এদিন মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “পারবেন তো লিখতে? দিঘায় মন্দিরের গেট এ লেখা লিখে দেখান, যে এই স্থানে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না। পুরীর মন্দিরে তো লেখা আছে যে হিন্দু ছাড়া কারও প্রবেশের অধিকার নেই।” মুখ্যমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ বিরোধী দলনেতার।

শুভেন্দু আরও বলেন, ‘সরকারি টাকায় দিঘাতে পুরীর আদলে মন্দির করেছেন। মন্দির নয়, সাংস্কৃতিক কেন্দ্র করছেন। হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয়না। অযোধ্যায় যে মন্দির হয়েছে, বাইশো কোটি খরচ হয়েছে। আমরা হিন্দুরা ১০ টাকা ৫০ টাকা দিয়ে ৩৫০০ কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদকে তুলে দিয়েছি।’ রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় প্রস্তাবিত জমিতে রাম মন্দিরের শিলান্যাস ও ভূমিপূজাতে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা।নন্দীগ্রামের ভাঙ্গবেড়িয়া থেকে মিছিল করে সোনাচূড়াতে আসেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari

আরও পড়ুন: ‘রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী’! ২৬,০০০ চাকরি বাতিল কাণ্ডে এবার বোমা ফাটালেন বিকাশরঞ্জন ভট্টাচার্য

সভামঞ্চ থেকে কড়া হুশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, কিভাবে জেহাদীদের উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় ,শাসক পরিবর্তনের পর দেখবেন। বিরোধী দলনেতার কথায়, ঠিক অযোধ্যার আদলে এখানে রামমন্দির স্থাপিত হবে। শুধু মন্দির নয়, পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসালয় এবং একটি হোমিও পথিক চিকিৎসালয় গড়ে উঠবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X