মিড ডে মিলের টাকায় বগটুই গণহত্যার ক্ষতিপূরণ দিয়েছেন মমতা! বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী

বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। মিড ডে মিলের অর্থে (Mid Day Meal Money) বগটুই গণহত্যায় (Bogtui Massacre) নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য! এদিন ঠিক এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সরব শিশির পুত্র। প্রসঙ্গত, এই প্রথম নয়, সম্প্রতি মুখ্যমন্ত্রীর জেলা সফর মিড ডে মিলের কোটি কোটি টাকায় হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। সেইমতই এদিন ফের বোমা ফাটালেন তিঁনি।

এদিন নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে অভিযোগ সামনে এনেছেন বিরোধী দলনেতা। এক খাতের টাকা অন্য খাতে ব্যয় করার অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং বীরভূমের জেলাশাসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন শুভেন্দু৷ সত্যি কি আর্থিকভাবে রাজ্য দেউলিয়া? মুখ্যমন্ত্রীর তহবিলে কানাকড়িও নেই? এসব প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা।

   

প্রসঙ্গত, গত বছর ২১ মার্চ রাত সাড়ে ৮টা নাগাদ বোমা মেরে খুন করা হয় বগটুই গ্রামের বাসিন্দা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমুল উপপ্রধান ভাদুকে। এর পর ওই রাতেই গ্রামের একাধিক বাড়িতে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পর দিন অর্থাৎ, ২২ মার্চ সকালে ৭ জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। পরদিন এই ঘটনায় মৃত্যু হয় চিকিৎসাধীন আরও ৩ জনের। ঘটনা সামাল দিতে তড়িঘড়ি সেখানে পৌঁছায় মুখ্যমন্ত্রী। সেখানেই নিহত এবং আহতদের পরিবারকে আর্থিক সাহায্য করেন তৃণমূল নেত্রী।

এদিন সকালে নিজের টুইটার হ্যান্ডেল থেকে সেই বগটুই গ্রামে মুখ্যমন্ত্রীর সেই আর্থিক সাহায্যের ভিডিও আপলোড করেন শুভেন্দু অধিকারী৷ এরপর রাজ্যসরকারকে কটাক্ষ করে তিঁনি লেখেন, ‘‘স্কুলছাত্রীদের খাদ্য ও পুষ্টির জন্য কেন্দ্রীয় সরকার মিড ডে মিল তহবিলে অর্থ দেয়৷ সেই অর্থ ছবি তোলার জন্য ব্যবহার করা হচ্ছে! এটা একটা আর্থিক অপরাধ।”

পাশাপাশি তাঁর সংযোজন , ‘‘মনে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এতটাই দেউলিয়া যে রাজ্যের জরুরি ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কোনও টাকা অবশিষ্ট নেই। তবু ক্যামেরার সামনে ক্ষতিপূরণ দিতে হবে এবং মঞ্চে কম্বল বিতরণ করতে হবে!’ এদিন শুভেন্দুর এই টুইট নিয়ে শুরু হয়েছে জোর চৰ্চা। এককথায় তোলপাড় রাজ্য রাজনীতি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর