বাংলা হান্ট ডেস্কঃ আন্দোলনের জেরে উত্তাল বাংলাদেশ। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। এই আবহে এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানালেন, ওপার বাংলা থেকে ১ কোটি শরণার্থী আসছে, আশ্রয় দেওয়ার জন্য তৈরি থাকুন।
বাংলাদেশ থেকে শরণার্থী আসছে, ঘোষণা শুভেন্দুর (Suvendu Adhikari)!
কোটা আন্দোলনের কারণে নতুন করে জ্বলছে বাংলাদেশ (Bangladesh)। মাত্র দু’দিনে প্রাণ হারিয়েছেন শতাধিক সাধারণ মানুষ। এই আবহে আজ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোনকে নিয়ে দেশ ছেড়েছেন হাসিনা। জানা যাচ্ছে, এই মুহূর্তে আগরতলায় রয়েছেন তিনি। এসবের মাঝেই পড়শি দেশ থেকে শরণার্থী আসছে বলে ঘোষণা করলেন নন্দীগ্রামের বিধায়ক।
এদিন বিধানসভা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু। এরপর বলেন, ‘পশ্চিমবঙ্গে ১ কোটি শরণার্থী আসবে। আমি তো তৈরি আছি। আপনারাও প্রস্তুত থাকুন। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে বলব, কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে কথা বলুন’।
আরও পড়ুনঃ রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়! বালুর নয়া ‘কীর্তি’ ফাঁস করল ED, তুমুল শোরগোল রাজ্যে!
এই নিয়ে কথা বলতে গিয়েই সিএএ-র প্রসঙ্গও টেনেন আনেন শুভেন্দু (Suvendu Adhikari)। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, সিএএ-তে পরিষ্কার বলা আছে ধর্মীয় উৎপীড়নের কারণে কেউ এসে তাঁকে আশ্রয় দিতে হবে। এখানেই না থেমে তিনি বলেন, ৩ দিনের মধ্যে যদি বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তাহলে ১ কোটির অধিক হিন্দু শরণার্থীকে গ্রহণ করার জন্য তৈরি থাকুন। যেখানে যার জায়গা রয়েছে, হিন্দু ভাইদের রাখার জন্য তৈরি থাকুন।
উল্লেখ্য, গত রবিবার থেকে ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। দু’দিনের মধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সম্পূর্ণ দেশ জুড়ে চালু হয়েছে কার্ফু। সেই সঙ্গেই বিচ্ছিন্ন হয়েছে ইন্টারনেট পরিষেবা। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য হাসিনাকে ৪৫ মিনিট সময় বেঁধে দেয় বাংলাদেশের সেনাবাহিনী। এরপর আজ দুপুরে পিএম-এর পদ থেকে সরে দাঁড়ান তিনি।