বাংলা হান্ট ডেস্কঃ সাধারণ মানুষের ব্যবহারকারী অ্যাম্বুলেন্সে করে পোষ্যকে নিয়ে যাচ্ছেন তৃণমূল নেতা! গত ২ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাতগাছিয়া বিধানসভা অঞ্চলের বিষ্ণুপুরে ২ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি এবং তাঁর স্ত্রীয়ের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ (Suvendu Adhikari)!
শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু। ক্যাপশনে লেখেন, ‘গত ২ সেপ্টেম্বর, সোমবার দুপুর ২:৩০ মিনিট থেকে দুপুর ৩টে নাগাদ সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল ও ওনার স্ত্রী, যিনি দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধক্ষ্যা, শ্রীমতী সোমাশ্রী বেতাল, তাঁদের এক পোষ্যকে সাধারণ মানুষের ব্যবহারকারী অ্যাম্বুলেন্সে করে আমতলা রুরাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন’।
গত ২ সেপ্টেম্বর, সোমবার দুপুর ২টা ৩০মিঃ থেকে দুপুর ৩টা নাগাদ সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল ও ওনার স্ত্রী, যিনি দক্ষিণ ২৪পরগনা জেলা পরিষদের বিদ্যুত কর্মাধ্যক্ষা; শ্রীমতি সোমাশ্রী বেতাল তাঁদের এক পোষ্যকে সাধারণ… pic.twitter.com/iPxW4RrLQy
— Suvendu Adhikari (@SuvenduWB) September 13, 2024
- বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের
এখানেই না থেমে শুভেন্দু (Suvendu Adhikari) দাবি করেন, হাসপাতালের সুপার সহ সকল ডাক্তার, নার্সরা বাইরে বেরিয়ে এসে অ্যাম্বুলেন্সের মধ্যে কুকুরটির চিকিৎসা শুরু করেন। চণ্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী শুভ্রা ঘোষ সমস্ত চিকিৎসা ব্যবস্থা তদারকি করেন বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা।
আরও পড়ুনঃ ‘৪ মাসের মধ্যে…’! কনস্টেবল পদে চাকরি করছেন বাংলাদেশি মহিলা! বিরাট নির্দেশ হাইকোর্টের
উল্লেখ্য, শুভেন্দুর এই পোস্ট আবার ২০১৫ সালের একটি ঘটনার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সেবার এসএসকেএম হাসপাতালে একটি কুকুরের ডায়ালিসিস করার অভিযোগ উঠেছিল। নাম জড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) চিকিৎসক নেতা নির্মল মাঝির। এবার ফের একবার জোড়াফুল শিবিরের আর এক নেতার নাম জড়াল।
এই প্রসঙ্গে হাসপাতালের সুপারকে জিজ্ঞেস করা হলে তিনি স্বীকার করে নেন কুকুরটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে সেখানে কোনও চিকিৎসা হয়নি বলে দাবি করেন তিনি। কুকুরটিকে পশু চিকিৎসালয়ে পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। এদিকে অভিযুক্ত দুই নেতা এখনও অবধি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।
এদিকে শুভেন্দু (Suvendu Adhikari) যে ভিডিও শেয়ার করেছিলেন, সেখানে লেখা ছিল, ‘ডায়মন্ড হারবার মডেল- মানুষ ব্রাত্য, তৃণমূল নেতার পোষ্যকে অগ্রাধিকার’। এই বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘পাণ্ডবদের শেষ যাত্রায় কুকুর গিয়েছিল। কুকুরের নানান রূপ আছে। দেখে মনে হচ্ছে, অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়েছে। তবে রোগীকে বঞ্চিত করে নিয়ে যাওয়া হয়েছে কিনা সেটা আগে দেখা হোক’।