নবান্ন অভিযান নিয়ে ‘ফেক নিউজ’ ছড়াচ্ছে ‘মমতা পুলিশ’! এবার বোমা ফাটালেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ আরজি করের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। এবার সেই কর্মসূচি রুখতেই ‘অনৈতিক’ পথ অবলম্বন করছে পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি এমনই অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

‘মমতা পুলিশে’র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)!

সম্প্রতি সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু লেখেন, ‘শেষমেষ মমতা পুলিশ ‘টুলকিট’ তৈরি করে ‘ফেক নিউজ’ ছড়াতে উদ্যত হয়েছে! সমাজমাধ্যমে ২৭ তারিখের নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতেই হাঁটু কেঁপে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। প্রথমে মহিলাদের স্বতঃস্ফূর্ত রাত দখলের কর্মসূচি অভূতপূর্ব সাড়া ফেলার পর এবং একপ্রকার জনরোষের মাধ্যমে পরিণত হওয়ার ফলে সরকার ও প্রশাসন এমনিতেই প্রচণ্ড চাপে রয়েছে। এবার ছাত্র সমাজের অরাজনৈতিক নবান্ন অভিযানের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে’।

   


শুভেন্দুর দাবি, এই আবহে আসরে নেমেছে পুলিশ। প্রত্যেক জেলার থানায় সিভিকদের দিয়ে ফেক ফেসবুক প্রোফাইল বানানো হচ্ছে। এই প্রোফাইলগুলি সংগ্রহ করা হচ্ছে যাতে এর দ্বারা নবান্ন অভিযান (Nabanna Abhijan) নিয়ে ভুল ভ্রান্তিকর খবর ছড়িয়ে দেওয়া যায়। বিরোধী দলনেতা লেখেন, ‘এর সাথেই এই ফেক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের ইউআরএল লিঙ্ক পাঠানো হচ্ছে কিছু আগে থেকেই সৃষ্টি করা ভুল পোস্ট ছড়ানোর জন্য যাতে নবান্ন অভিযান নিয়ে বিভ্রান্তি ছড়ানো যায় ও ছাত্রছাত্রীদের মনোবল ভেঙে দেওয়া যায়’।

আরও পড়ুনঃ বেকারদের জন্য দারুণ সুখবর! মাসে মাসে ৫০০০ টাকা দেবে সরকার, নয়া প্রকল্প কেন্দ্রের!

কীভাবে গোটা প্রক্রিয়া হচ্ছে সেটাও ‘ফাঁস’ করেছেন শুভেন্দু। BJP বিধায়কের দাবি, সিভিকদের নথিপত্র দিয়ে সিম কার্ড তোলা হচ্ছে। সেই সিমে রিচার্জ করার জন্য ওসি-রা টাকা দিচ্ছেন। এরপর ভুয়ো নাম দিয়ে একের পর এক প্রোফাইল খোলানো হচ্ছে। প্রত্যেক জেলার সকল জায়গায় ডিজি-র নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ হচ্ছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

Suvendu Adhikari

দীর্ঘ পোস্টে ছাত্রছাত্রী এবং নাগরিক সমাজের উদ্দেশে একটি আবেদন করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। লিখেছেন, ‘আমি ছাত্র ছাত্রীদের ও নাগরিক সমাজকে অনুরোধ করছি আপনারা কোনও ভুয়ো খবরে বিভ্রান্ত না হয়ে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলুন ডাক্তার বোনটির বিচার আদায়ের দাবি জানানোর জন্য’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর