‘তৃণমূলকে একদম সাফ করে দিয়েছি’! নন্দীগ্রামে কত লিড পাবেন অভিজিৎ? জানিয়ে দিলেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ ষষ্ট দফার ভোটের আগে থেকেই শিরোনামে রয়েছে নন্দীগ্রাম। বিজেপির মহিলা কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিধানসভা কেন্দ্র। সেই পরিস্থিতি কাটিয়ে আজ নির্বাচন (Lok Sabha Election 2024) হচ্ছে সেখানে। সকাল সকাল ভোট দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। আর তারপরেই বিরাট দাবি করেন তিনি।

আজ ভোট দেওয়ার পরেই নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক বলেন, ‘প্রথম ৩ ঘণ্টায় নন্দীগ্রামের বেশিরভাগ ভোট বিজেপির পক্ষেই এসেছে’। তিনি কীভাবে সেকথা বুঝলেও সেটাও জানিয়েছেন শুভেন্দু। নন্দনায়ক বার প্রাইমারি স্কুলে ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘আমি তো পদ্মে ভোট দিতে গিয়ে দেখলাম, বোতাম দেবে গিয়েছে! সবে তিন ঘণ্টা হয়েছে। তাতেই সবাই পদ্ম ভোট দিচ্ছে। পদ্মের বাইরে কথা নেই’।

শুভেন্দুর সংযোজন, ‘ওদের ক্যাম্পের লোকজনও আমায় চোখ মারছে। বলছে, ঠিকাদারি করে, চুপচাপ পদ্মে ছাপ মারছে সকলে’। এদিকে আবার ভোট শুরু হতেই একাধিক জায়গায় বিজেপি (BJP) প্রার্থীরা বিক্ষোভের মুখে পড়েন। ঘাটালে হিরণ চট্টোপাধ্যায়, তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay), মেদিনীপুরে অগ্নিমিত্রা পাল, সকাল থেকে পদ্ম শিবিরের একাধিক প্রার্থী বিক্ষোভের মুখে পড়েছেন। যদিও শুভেন্দুর দাবি, তৃণমূল সাফ হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ মেদিনীপুরে অগ্নিমিত্রাকে ঢুকতে বাধা! গাড়ি থেকে নেমেই তুলকালাম কাণ্ড বাঁধালেন BJP প্রার্থী

নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘ওঁরা সাফ হয়ে গিয়েছে। ঘাটালে হিরণকে আটকেছে। এখান পেটানি খাছে। তৃণমূল কংগ্রেসকে আমরা সাফ করে দিয়েছি। ২০০-এর বেশি জায়গায় তৃণমূল এজেন্টই দিতে পারেনি। সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটি সহ নন্দীগ্রামের একাধিক গ্রামে পঞ্চায়েতে ওদের এবার এজেন্ট নেই’।

bjp mla suvendu adhikari

শুভেন্দু বলেন, ‘এছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, একুশের ভোটেও আমরা যেটা পারিনি, ৬৩টি মুসলিম বুথের প্রায় প্রত্যেকটি জায়গায় মুসলিম ছেলেরাই এজেন্ট হয়েছেন। এটা খুব ভালো একটা সংকেত। আমরা নন্দীগ্রাম থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রচুর মার্জিন দিতে পারব। ২ নং ব্লকে ১৮,০০০ থেকে ২০,০০০ লিড হবে। ১ নং বুথে ৫,০০০ থেকে ১০,০০০ লিড হবে। ৩০ আমাদের টার্গেট। আশা করি কাছাকাছি যেতে পারব’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর