‘১০ লক্ষ টাকার বিনিময়ে বলে দেওয়া হচ্ছে প্রশ্ন’, টেট নিয়ে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছু মাস ধরে নিয়োগ দুর্নীতি (Recruitment scam) নিয়ে ধুন্ধুমার রাজ্য রাজনীতি। একদিকে আদালতে চলছে একের পর এক মামলা, অন্যদিকে বিরোধীদের অভিযোগের তীর শাসক দলের ওপর। সব মিলিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগে রীতিমতো শোরগোল পরে গিয়েছে বাংলায়। এবার এই নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের বিরুদ্ধে আবারও সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা (TET) নিয়ে ফের বিরোধী দলনেতার নিশানায় রাজ্য। ‘১০ লক্ষ টাকার বিনিময়ে বলে দেওয়া হচ্ছে টেটের প্রশ্ন’,! সম্প্রতি হুগলির চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিজেপির ‘অধিকার সভা’য় এমনই বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

ঠিক কি কি অভিযোগ করলেন বিরোধী দলনেতা? শিশির পুত্রের অভিযোগ, ১০ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে রবিবারের টেটের প্রশ্ন। আগাম দিতে হচ্ছে পাঁচ লক্ষ টাকা। পাশাপাশি এ-ও নিয়েও হুঁশিয়ারি দিলেন তিনি। বললেন , মহার্ঘ ভাতা রাজ্য সরকারকে দিতেই হবে। নাম না নিয়েই মুখ্যমন্ত্রীর উদ্দেশে তার হুঁশিয়ারি , ‘‘যে দিন ডিএ দিতে হবে, সে দিন নবান্নের ১৪ তলা থেকে পালাতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের আশঙ্কা রয়েছে, বহু জায়গা থেকে ফোন আসছে যে, প্রশ্ন বলে দেওয়া হবে। ১০ লক্ষ টাকার চুক্তি। পাঁচ লক্ষ টাকা আগাম দিলে প্রশ্ন শনিবারই বলে দেওয়া হবে। পরে বাকি পাঁচ লক্ষ টাকা মেটাতে হবে।’’

suvendu adhikari5

এখানেই থেমে থাকেননি বিরোধী দলনেতা। এরপরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা প্রসঙ্গে টেনে মমতা সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, ‘‘জঙ্গলের রাজত্ব চলছে, হামলা করা ছাড়া সন্ত্রাস করা ছাড়া ওদের আর কিছু করার নেই। সর্বভারতীয় দলের রাজ্য সভাপতি শুধু নন, তিনি এক জন সাংসদও। জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তাঁর গাড়িতে হামলার ঘটনা প্রমাণ করে, দক্ষিণ ২৪ পরগনা আসলে ভাইপো এবং পিসি পরিচালিত। শওকত মোল্লা, জাহাঙ্গির খানের মতো গুন্ডাদের হাতে সেই জেলা চলে গিয়েছে।’’

তিনি আরও বলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা প্রতিবাদে পথে নামবেন বিজেপিকর্মীরা। তার কথায়, ‘‘অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আবেদন করব। বিজেপি কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে এর প্রতিবাদ করবেন।’’ পঞ্চায়েত নির্বাচন পূর্বে এদিন সভা থেকে একের পর এক প্রসঙ্গ তুলে বিস্ফোরক বিরোধী দলনেতা। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে একহাত নিলেন শাসক দলকে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর