বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক মাস ধরে নিয়োগ দুর্নীতি থেকে, আবাস দুর্নীতি, রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগে সরব বঙ্গ বিজেপি বাহিনী। মিড ডে মিল প্রসঙ্গেও তার ব্যতিক্রম হল না। মমতা সরকারের বিরুদ্ধে এবার আরও এক নয়া অভিযোগ নিয়ে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্র সরকারের পাঠানো মিড ডে মিলের টাকায় ‘দুয়ারে সরকার’ ক্যাম্প করার মত বিস্ফোরক অভিযোগ তুলে সরব শিশির পূত্র।
প্রসঙ্গত, শনিবার ব্যারাকপুর সাংগঠনিক জেলার অঞ্চল সম্মেলনে যোগ দেন বিরোধী দলনেতা। এদিন সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘মিড ডে মিল নিয়ে আমার সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথা হয়েছে। তিঁনি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই রাজ্যে মিড ডে মিল সংক্রান্ত নানান বিষয় খতিয়ে দেখতে দিল্লি থেকে যে প্রতিনিধি দল আসছে সেই টিম সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে। এরপর দু’বছর করোনার সময় স্কুল বন্ধ থাকাকালীন মিড ডে মিলের চাল নিয়ে রাজ্য সরকার তথা শাসক দলের নেতারা যে দুর্নীতি করেছে সে ব্যাপারেও অডিট টিম পাঠিয়ে অনুসন্ধান করবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।’
তাঁর অভিযোগ, ‘দু’বছর করোনার সময় প্রাইমারি ও হাই স্কুলগুলো সব বন্ধ ছিল। সেই সময় মিড ডে মিলের চালের টাকার ফান্ড ‘ডাইভার্সন’ করা হয়েছে। ৯ কোটি ৫৬ লক্ষ কেজি চাল এবং স্যানিটাইজার মাস্ক কেনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। মিড ডে মিলের অ্যাকাউন্ট একটা নোডাল সেপারেট অ্যাকাউন্ট। যার ১০০% টাকা ভারত সরকারের। এই টাকা যখন পড়ে থাকে সেই টাকার একটা সুদ হয়। সেই সুদের টাকায় ২০২০ এবং ২০২২ এই দুই সালে দুয়ারে সরকার ক্যাম্প, নীল সাদা মঞ্চ, মিড ডে মিলের চালের টাকার ইন্টারেস্ট থেকে সব খরচ মেটানো হয়েছে। যা পুরোপুরি বেআইনি। কোন অ্যাকাউন্ট থেকে দুয়ারে সরকার ক্যাম্প সহ অন্যান্য খাতে খরচ করা হয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার সব সমস্ত তথ্য দিয়ে কেন্দ্রকে জানিয়েছি’।
প্রসঙ্গত, বিগত কিছুদিন ধরে মিড ডে মিল সংক্রান্ত একের পর এক অভিযোগ উঠে আসছে রাজ্যের বিরুদ্ধে। এবার তার নজরদারিতেই বঙ্গে পা রাখতে চলেছে কেন্দ্রীয় টিম। সূত্রের খবর, চলতি মাসেই রাজ্যে আসছে কেন্দ্রীয় অনুসন্ধানকারী দল। সমস্ত অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখবেন তাঁরা। পাশাপাশি এ বিষয়ে খুব শীঘ্রই রাজ্যে অডিট টিম আসবে বলেও শনিবার জানান শুভেন্দু অধিকারী। এদিন প্রকাশ্যে শাসকদলকে তোপ দেগে তিঁনি বলেন, ‘অপেক্ষা করুন, একে একে সব দুর্নীতির পর্দাফাঁস হবে। ধরা সব পড়বেই ‘।