BREAKING: গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ এক ব্যক্তি, গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরাকে গ্রেফতার করল মানিকতলা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। সেচ দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে রাখাল বেরার বিরুদ্ধে। ভোটের আগে থেকেই সেচ দফতরে দুর্নীতির তদন্তের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে শাস্তি দিতেই তিনি সেচ দফতরের দুর্নীতিতে সরব হয়েছিলেন। আর সেই সুত্রেই আজ রাখাল বেরার গ্রেফতারি।

যদিও, রাখাল বেরা তাঁর ঘনিষ্ঠ নয় জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, ‘রাখাল বেরা যে আমার ঘনিষ্ঠ এর কোনও প্রমাণ আছে?” এই বিষয়ে ওনার কোনও বক্তব্য নেই বলে জানান শুভেন্দু অধিকারী।

আরেকদিকে, শনিবার পানিহাটিতে জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ভোটের ফলাফল ঘশনার পর পানিহাটির বেঙ্গল কেমিক্যাল কারখানার সামনে থেকে শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন সেখানেই নতুন করে শ্যামাপ্রসাদের বানানো মূর্তি উন্মোচন করেন শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন খড়দহের বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়ও।

শ্যামাপ্রসাদের মূর্তি উন্মোচনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘তৃণমূলের গুন্ডা বাহিনী গোটা বাংলাজুড়ে বিজেপির কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে। আর ওঁরা যেখানে আমাদের কর্মীদের উপর আক্রমণ করতে ব্যর্থ হচ্ছে, সেখানে পুলিশকে কাজে লাগিয়ে আমাদের কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে। আমাদের কর্মীদের উপর মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। ওদের গুন্ডা বাহিনীর হাতে সনাতন ধর্মাবলম্বীরা বেশী করে আক্রান্ত হচ্ছে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর