বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় প্রকল্পের টাকায় তৃণমূল (Trinamool Congress) সরকার দুর্নীতি করে চলেছে! অতীতেও একাধিকবার এহেন চাঞ্চল্যকর দাবি সামনে আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আর এবার ফের একবার রাজ্যে টেন্ডার দুর্নীতির বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি। এক্ষেত্রে রাজ্যে প্রায় ৫০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি বিজেপি (Bharatiya Janata Party) নেতার।
এদিন একটি সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বাংলায় প্রায় ৫০০ কোটি টাকার ফেরুল দুর্নীতি সংঘটিত হয়েছে এবং এই দুর্নীতি কাণ্ডে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের যোগ রয়েছে বলে দাবি শুভেন্দুর। শুধু তাই নয়, গোটা ঘটনা প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী গজেন্দ্র শেখাওয়তকে চিঠি লেখার বিষয় আশ্বস্ত করেন বিরোধী দলনেতা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আনেন তিনি। এক্ষেত্রে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, আবাস যোজনা, ১০০ দিনের প্রকল্প থেকে শুরু করে অন্যান্য একাধিক ইস্যুতে রাজ্য সরকারের দুর্নীতির বিষয়টি সামনে আনেন তিনি। সেই ধারা বজায় রেখে এদিন বিরোধী দলনেতা বলেন, “কেন্দ্রীয় জল জীবন প্রকল্পের অধীনে থাকা ফেরুল ক্রয় করার জন্য হাওড়ার তিনটি সংস্থাকে বরাত দেওয়া হয়। পরবর্তীতে একটিকে অযোগ্য বলে ঘোষণা করার মাধ্যমে দুটি সংস্থার জন্য টেন্ডার খোলা হয় এবং এর মাধ্যমে বিপুল পরিমাণ টাকা কাটমানির মাধ্যমে আত্মসাৎ করেন মন্ত্রী পূলক রায়, ভাইপোর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) পিএ এবং অন্যান্য একাধিক আধিকারিকরা।”
তিনি আরো বলেন, “যে ফেরুলের দাম ২১৩ , সেগুলি মানুষকে ৫৭০ টাকায় ক্রয় করতে হয়েছে। এসবের পেছনে রয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। প্রায় ৫০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং এটি তৃণমূলের উপরের স্তরে পৌঁছে গিয়েছে।”
একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়তকে চিঠি লেখার বিষয়ে মন্তব্য প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে। এর যেন সঠিক তদন্ত হয়, তার অনুরোধ করতে চাই।” এমনকি, এক সপ্তাহের মধ্যে তদন্ত শুরু না হলে আদালতে জনস্বার্থ মামলা করার হুঁশিয়ারি পর্যন্ত দেন শুভেন্দুবাবু।