‘বিচারপতি গঙ্গোপাধ্যায় তো নিজে ইচ্ছে করে…’, শীর্ষ নির্দেশের পর মুখ খুললেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) এজলাস থেকে শিক্ষাক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা (Recruitment Scam Cases) সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। টেট দুর্নীতি থেকে শুরু করে স্কুল সার্ভিসের মাধ্যমে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও মামলার শুনানি হবে না জাস্টিস গাঙ্গুলির এজলাসে।

শীর্ষ আদালতের এই নির্দেশের পর শোরগোল পরে গিয়েছে গোটা রাজ্যে। বিচারপতিকে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরিয়ে দেওয়ার খবরে হতাশায় ভেঙে পড়েছেন বহু আন্দোলনরত চাকরি প্রার্থী। রাজনৈতিক মহলেও তোলপাড়। এবার এই বিষয়েই মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (শুভেন্দু অধিকারী)।

ঠিক কি বললেন তিনি? শুক্রবার বাঁকুড়ায় এক সভায় যোগ দেন বিরোধী দলনেতা। সেখান থেকে শুভেন্দু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কীভাবে মোকাবিলা করতে হবে, তা জানি। তবে সাধারণ মানুষ যারা দুর্নীতির বিরুদ্ধে আশা দেখেছিলেন, তারা আশাহত হয়েছেন। সমস্ত রায় আপলোড হতে দিন। তারপর বিচার বিশ্লেষণ হবে। এতে তদন্ত বন্ধ হয়ে যাক, এটা কেউই চাইবেন না।’

নন্দীগ্রামের বিধায়ক আরও বলেন,”বিচারপতি গঙ্গোপাধ্য়ায় নিজে ইচ্ছে করে মামলা নেননি। তাকে এই মামলাগুলি দেওয়া হয়েছে। পাশাপাশি শুধু মাত্র বিচারপতি গঙ্গোপাধ্য়ায় নন, অন্য বিচারপতিরাও তথ্য ও নথির ওপর ভিত্তি করে একই রায় বহাল রেখেছেন।”

suvendu

তার কথায়, ‘অভিজিৎবাবুর দেওয়া রায়ের বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টেও গিয়েছে। অনেক ক্ষেত্রেই কিন্তু শীর্ষ আদালত একই রায় বহাল রেখেছে। মানিক ভট্টাচার্যের আবেদনের ক্ষেত্রেও তো তাই হয়েছে। আমাদের বিচার ব্যবস্থার ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে।’ বিচার ব্যবস্থা আগামীতে ঠিক রায় দেবে বলেও আশ্বাস বিজেপি বিধায়কের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর