বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে মদ বন্ধের (Liquor Ban) দাবিতে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) চণ্ডীপুরে নিজের জনসভা থেকে হুঙ্কার করে শুভেন্দু বলেন, রাজ্যে মদ বন্ধের জন্য এ বার মা-বোনেদের আন্দোলনে নামতে হবে। মহিলাদের একজোটে আন্দোলন করে মদ্যপান রুখতে হবে। এদিন শুভেন্দুর সভায় হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।
কী দাবি তুললেন বিরোধী দলনেতা? এদিন শিশির পুত্র বলেন ‘বাংলায় মদ বন্ধের জন্য এ বার মা-বোনেদের আন্দোলনে নামতে হবে। ২৮ টাকায় মেহুলের মদের বোতল, আর ডিয়ার লটারি? এটাই কি বাংলার বর্তমান আর ভবিষ্যত্? তাই মায়েরা জোট বাঁধুন। মদ বন্ধ করতে রাস্তায় নামুন। বাংলায় মদ বন্ধ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মদ খাইয়ে বাংলাকে ধ্বংস করতে চাইছে’।
প্রসঙ্গত, মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে মদের লাইসেন্স বিলি নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, তৃণমূল ক্ষমতা পাওয়ার পর থেকেই বাংলায় দেদার মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলায় মদ ও লটারি বিক্রি থেকে প্রচুর রাজস্ব আদায় হয়। এই কারণেই কী রাজ্য সরকারকে চাপে ফেলতে মদ বন্ধের দাবি শুভেন্দুর? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
পাশাপাশি আরেকটি উল্লেখ করার মত বিষয় হল , বিজেপি সুপ্রিমো নরেন্দ্র মোদী – অমিত শাহর রাজ্য গুজরাতে বহু দিন ধরেই মদ নিষিদ্ধ। পড়শি রাজ্য বিহারেও মদ বাতিল করেছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার’। তাহলে কী দলের প্রধান সৈনিকদের অনুকরণ করেই এই দাবি দলনেতার! এই নিয়েও কৌতুক থেকেই যাচ্ছে।