অভিষেকের পাল্টা! এবার এক লক্ষ বঞ্চিতদের নিয়ে সমাবেশের ঘোষণা শুভেন্দুর, শোরগোল রাজ্যে

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির পর এবার বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের ‘কেন্দ্রীয় বঞ্চনা’র প্রসঙ্গ তুলে ধরে শুভেন্দু বলেন, রাজ্যের বহু মানুষ কেন্দ্রীয় সুবিধা পাওয়ার ‘যোগ্য’ হলেও পাননি। শুভেন্দু জানান পুজো মিটলেই এইরকম ১ লক্ষ মানুষকে কলকাতায় নিয়ে আসবেন।

নিরঞ্জন জ্যোতির পাশে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী একথা বলতেই সায় দেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। শুভেন্দু সাফ জানিয়ে দেন, জ্যোতির সামনেই বঞ্চিত মানুষরা কলকাতায় এসে নিজেদের ক্ষোভের কথা বলবেন। শুভেন্দুর অভিযোগ, রাজ্যে ভুয়ো জব কার্ড হোল্ডারের সংখ্যা এক লক্ষ। কেন্দ্রের বরাদ্দের টাকা সেই জব কার্ড দেখিয়ে ১০০ দিনের কাজে নয়ছয় হয়েছে।

আরোও পড়ুন : গেলেন না সিজিও কমপ্লেক্সে, ED-র ডাকে গরহাজির অভিষেকের মা! কী জানালেন লতা বন্দ্যোপাধ্যায়?

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে রাজভবনের সামনে ধর্নায় বসেছেন, তখন সেক্টর ফাইভে বিজেপির দফতরে বসে শুভেন্দু জানালেন, বহু মানুষ কেন্দ্রীয় সুবিধা পাওয়ার অধিকার থাকলেও তাঁরা বঞ্চিত হয়েছেন। তবে, শুভেন্দু তার এই মতামত যে এখনও পর্যন্ত শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করেননি সেকথা স্পষ্ট হয়ে গিয়েছে।

1696679704 suvendu

 

এদিকে, শনিবার জ্যোতির সাথে ছিলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। নিজের এই পরিকল্পনার কথা জানিয়ে শুভেন্দু বলেন, ‘‘আমি তাঁকে (সুকান্ত) বলব এটা নিয়ে ভাবতে।’’ এর পরেই তার আরোও সংযোজন, ‘‘আমি চাইব, কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন।’’ জ্যোতি তাতে সম্মতি দেন। তিনি বলেন, ‘‘আমি ঝাঁসির রানির দেশের মেয়ে। আমি পালিয়ে যাওয়ার পাত্রী নই।’’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর