নবান্ন অভিযানের পথে পুলিশের সঙ্গে বচসা! আটক হলেন শুভেন্দু অধিকারী, ধুন্ধুমার পরিস্থিতি

বাংলা হান্ট ডেস্কঃ নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বাংলার প্রতিটি প্রান্তে। তৃণমূল (Trinamool Congress) সরকারের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে এদিন বিজেপির (Bharatiya Janata Party) নবান্ন অভিযানের শুরুতেই একাধিক বিশৃঙ্খলা ছবি সামনে এসে চলেছে। এর মাঝে এবার পুলিশের হাতে আটক হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) এবং রাহুল সিনহাদেরও (Rahul Sinha) ইতিমধ্যে আটক করা হয়েছে বলে খবর।

তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে গোটা বাংলায় সকল কর্মী সমর্থকদের আহ্বান জানিয়ে এদিন নবান্ন অভিযানের কথা ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। এদিন সকাল থেকেই বাংলার জেলায় জেলায় একাধিক গন্ডগোলের ছবি ধরা পড়ে। একদিকে যেমন বিজেপি কর্মী সমর্থকদের হাতে মারধর খান তৃণমূল পঞ্চায়েত প্রধান, আবার অপরদিকে পুলিশের হাতে আটক হয় অসংখ্য বিজেপি কর্মীরা।

   

এর মাঝেই পুলিশের সঙ্গে বচসা এবং পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের পর এবার আটক করা হলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। একই সঙ্গে আটক করা হয়েছে লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহার পাশাপাশি অন্যান্য নেতাকর্মীদেরও।

উল্লেখ্য, এদিন নবান্নের উদ্দেশ্যে বিজেপির তিনটি মিছিল রওনা দেওয়ার কথা ঘোষণা করা হয়। এক্ষেত্রে হাওড়া ময়দানে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সুকান্ত মজুমদার। আবার অপরদিকে শিয়ালদহে দিলীপ ঘোষের পাশাপাশি সাঁতরাগাছি থেকে মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর। সেই উদ্দেশ্যে অসংখ্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাঁতরাগাছি পথে রওনা দিয়েছিলেন শুভেন্দু।

সূত্রের খবর, সাতরাগাছির পথে যাওয়ার সময় পুলিশের তরফ থেকে আটকানো হয় বিজেপি নেতাকে এবং এর পর শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের দিকে তেড়ে যাওয়ার পাশাপাশি শুভেন্দু বলেন, “আমাদের কেন যেতে দেবেন না? পারলে গ্রেপ্তার করুন।” এরপরই পুলিশের ব্যারিকেড ঝাঁকানোর পাশাপাশি তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দুবাবু।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “আপনার মা লেডি কিমকে বলুন। এখন উনি মেদিনীপুরে আছেন। বাংলাকে উনি এখন উত্তর কোরিয়া বানিয়ে চলেছেন।”পরবর্তীতে শুভেন্দু অধিকারীকে বিরত করার উদ্দেশ্যে এগিয়ে আসেন এক মহিলা পুলিশ কর্মী। সেই সময় তাঁকে উদ্দেশ্য করে বিজেপি নেতা বলেন, “ডোন্ট টাচ মাই বডি। আমি পুরুষ, আপনি মহিলা। আপনি আমার গায়ে টাচ করছেন কেন?”

Untitled design 69

সূত্রের খবর, এরপরই শুভেন্দু অধিকারীর পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়কেও আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। এক্ষেত্রে বিজেপির পরবর্তী পদক্ষেপ কি হয়, সেদিকে তাকিয়ে সকলে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর