বিরাট কাণ্ড! ৩০ বছরের রেকর্ড ভাঙলেন শুভেন্দু! বিরোধী দলনেতার কাণ্ডে থ সকলে

বাংলা হান্ট ডেস্কঃ ২৪ লোকসভা ভোটে বাংলায় বিজেপির জয় নিয়ে বিরাট আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্ৰতি দফা ভোটের পরই তার মনোবল যেন আরও বাড়ছে। আর এবার বিরাট কাণ্ড ঘটালেন নন্দীগ্রাম বিধায়ক। বিগত ৩০ বছর ধরে ক্যানিং (Canning) পূর্ব বিধানসভা এলাকায় রাজ্যের কোনও বিরোধী দলের রাজ্য স্তরের নেতারা সভা করতে পারেননি। তবে এবার বদলে গেল সেই চিত্র। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার খাস তালুকে সভা করে দেখিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে রীতিমতো শোরগোল।

বুধবার ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত পাতিখালি স্কুল মাঠে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারির সমর্থনে জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিভাবে এবারেও বিজেপির সভা পণ্ড করার পরিকল্পনা চলছিল সেকথাও জানালেন শুভেন্দু।

   

এদিন সভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন, এই এলাকায় যাতে বিজেপি সভা করতে না পারে সেই কারণে সকাল থেকেই তৃণমূলের নেতারা নানাভাবে প্যান্ডেল, লাইট, মাইক এমনকি যার জমিতে সভা তাকেও নানাভাবে হুমকি দিচ্ছিল। তবে শাসকদলের সেই সব হুমকিকে তোয়াক্কা না করেই এদিন বিজেপি কর্মীরা সভা করেছেন।

শুভেন্দু আরও বলেন, এদিন সভায় আসার সময় নাগরতলায় তার গাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনাও ছিল তৃণমূলের। তবে সেই পরিকল্পনাও সফল হয়নি। বিরোধী দলনেতার কথায়, ” এদের কি করে সোজা করতে হয় আমি জানি। প্রচার করা সব দলের গণতান্ত্রিক অধিকার। যদি এত কাজই করে থাকো তাহলে ভয় কিসের? পুলিশের সাহায্য আছে বলেই তাদের সঙ্গে নিয়ে এদের এত বাড়াবাড়ি।’

suvendu s1

আরও পড়ুন: ‘অভিষেককে গ্রেফতার করবে, করে দেখাও…’, ভরা সভায় দাঁড়িয়ে বিস্ফোরক মমতা, তোলপাড়

শওকত মোল্লার এলাকায় সভা করে তার ম্যাম তুলেই শুভেন্দু বলেন, ” শওকত মোল্লা এখন ভাবছে ভোট করবে না সিবিআইয়ের কাছে হাজিরা দেবে। সিবিআই ডেকেছে। লালার ডাইরিতে নাম রয়েছে তোমার। যেতে তো তোমাকে হবেই। সুন্দরবন এলাকায় যত ভাটা রয়েছে সেখানে ওই চোরাই কয়লা পাচার করেছে এই শওকত।” প্রসঙ্গত, গতকালই কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদে শওকত মোল্লাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সেই ইস্যুতেই তোপ দাগেন শুভেন্দু।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর