খাট ভেঙে পড়ে গেলেন শুভেন্দু অধিকারী, নির্যাতিতার বাড়িতে ঘটল বিপত্তি

বাংলা হান্ট ডেস্কঃ ময়নাগুড়ির নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালীন সময়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কিছুদিন পূর্বে সিউড়িতে দলের কর্মীদের সঙ্গে বিক্ষোভ দেখাতে গিয়ে পায়ে গুরুতর চোট পান শুভেন্দু। আর এবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন তিনি। ঘরের ভেতর প্রবেশ করে খাটে বসতে গেলে সেই খাট ভেঙে পড়ে যান বিজেপি নেতা।

এদিন শুভেন্দু অধিকারী দলীয় কর্মীদের নিয়ে ময়নাগুড়ির নির্যাতিতার বাড়িতে হাজির হন। কিন্তু আচমকাই ঘরের ভেতর ঢুকে খাটের মধ্যে বসতে গেলে সেই খাট ভেঙে পড়ে যান তিনি। আচমকা এহেন কাণ্ডে প্রথমে কিছুটা বিচলিত হয়ে পড়লেও পরে সেখানে উপস্থিত বিজেপি কর্মীদের সহায়তায় কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়ান শুভেন্দু। এক্ষেত্রে অবশ্য কোনোরকম রকম চোট পাননি তিনি।

সম্প্রতি, সিউড়িতে শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সময় পড়ে গিয়ে পায়ে চোট পান বিজেপি নেতা। এরপর স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলার পর পায়ে ব্যান্ডেজ করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। আর এবার এদিনের এই বিপত্তি! তবে প্রাথমিক ধাক্কা সামলে পরবর্তীকালে স্বাভাবিক ছন্দেই দেখা যায় শুভেন্দুকে।

এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার পর শুভেন্দু অধিকারী জানান, “এদিন নির্যাতিতার বাবা আমাকে বলেন যে, প্রথমে প্রশাসন কিছু না করলেও এখন তারা নড়েচড়ে বসেছে।” এছাড়াও তিনি বলেন, “সংবাদমাধ্যমে খবর প্রকাশ এবং আমাদের দলের কর্মীদের নিয়মিত প্রতিবাদের ফলে প্রশাসন কিছুটা নড়েচড়ে বসলেও তারা নিখুঁত কাজ কখনোই করবে না। আমার মনে হয়, এই তদন্ত সিবিআইকে দিয়ে করানো উচিত।”

Sayan Das

সম্পর্কিত খবর