মমতার বাড়ির কালীপুজোতে কী এমন ঘটল? বিস্ফোরক শুভেন্দু! পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

বাংলা হান্ট ডেস্ক: পুলিশের বিরুদ্ধে আরও একবার বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু তাই নয়, এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘বেশ কিছুদিন ধরে আমার স্বাভাবিক কাজে বাধা দিচ্ছে পুলিশ (Police)। কিছুদিন আগে অন্যায়ভাবে কলকাতায় ১৫ থেকে ২০ মিনিট আটকে রাখা হয়েছিল। ট্রাফিক সিগনালে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে ইলেভেন্থ আওয়ারে কর্মসূচির পারমিশন বাতিল করে দেওয়া হচ্ছে।’ এই মর্মে এবার রিট ফাইল করতে শুক্রবার কলকাতা হাইকোর্টে সশরীরে হাজিরা দিলেন বিরোধী দলনেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ট্রাফিক আইন ভঙ্গকারী হিসেবে আমাকে ২৯ হাজার টাকা ফাইন দিতে হয়েছে।’

এদিন শুভেন্দু বলেন, ‘আমি একজন আইন মেনে চলা দায়িত্বশীল নাগরিক। আমি যদি অন্যায় করি নিশ্চয়ই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খুশি করতে আমাকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করছে পুলিশ।’ তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, এই মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতে প্যাকেট বানিয়ে প্রসাদ বিতরণ করেছে সাদা পোশাকের পুলিশ। এটা পুলিশের কাজ নয়। শীঘ্রই সেই ছবি প্রকাশ্যে আনব। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ। বিরোধী দলকে প্রতি পদে পদে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হচ্ছে।’

mamata suvendu2

 

তাঁর অভিযোগ, রাজ্যে বেশিরভাগ জায়গাতেই রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে বিজেপিকে বাধার সম্মুখীন হতে হয়েছে। শুক্রবার বাঁকুড়ার কোতুলপুরে (Kotulpur) শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কর্মসূচিতে শেষ মুহূর্তে পুলিশ অনুমতি না দেওয়ায় তা বাতিল করতে বাধ্য হয়। এরপরই এবার আইনজীবীদের সঙ্গে কথা বলে মামলা সংক্রান্ত কাগজে সই করে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই জোরদার করার আবেদন জানালেন বিরোধী দলনেতা।

Monojit

সম্পর্কিত খবর