রাজীবের আগেই চরম পদক্ষেপ নিলেন শুভেন্দু! নেতার এক চালে ঘুম উড়ল নির্বাচন কমিশনারের

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার (WB state election commissioner Rajiv Sinha) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই আদালত অবমাননার মামলায় এবার তড়িঘড়ি সুপ্রিম কোর্টে ছুটলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

পঞ্চায়েত মামলায় রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। আইন অনুযায়ী হাইকোর্টের সেই রুলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারেন রাজীব সিনহা। সেই আশঙ্কা থেকেই আগেভাগে সুপ্রিম কোর্টে (Supreme Court) ক্যাভিয়েট দাখিল করলেন নন্দীগ্রাম বিধায়ক।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের সময় রাজীব সিনহার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু। বিরোধী দলনেতার করা সেই মামলার প্রেক্ষিতে রাজীবের বিরুদ্ধে গত ১৩ অক্টোবর আদালত অবমাননার রুল জারি করেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।

এর ফলে রাজ্য নির্বাচন কমিশনার সশরীরে আদালতে উপস্থিত হয়ে পঞ্চায়েত ভোটকালে কেন তিনি আদালতের নির্দেশ অমান্য করেছিলেন সেই বিষয়ে জবাবদিহি করতে হবে। এরই মধ্যে রাজীব পাল্টা সুপ্রিম কোর্টে যেতে পারে এই আশঙ্কা থেকে ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু অধিকারী। এর ফলে রুলের বিরুদ্ধে রাজীব সিনহা মামলা করলেও দু’‌পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: ‘ওটা ট্রেলার ছিল, সিনেমাটা ১ নভেম্বরের পর দেখাব…’, হুঙ্কার অভিষেকের! কাকে হুঁশিয়ারি?

img thvli supreme court 2 1 7ia6l7u0

ঠিক কী অভিযোগ করেছিলেন শুভেন্দু? প্রসঙ্গত পঞ্চায়েত ভোট নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। এই এক ভোটের জেরে চলে গিয়েছে বহু প্রাণ। ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনীর দ্বারা যাতে পঞ্চায়েত নির্বাচন হয় সেই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এরপর সমস্ত দিকে বিবেচনা করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশও দেয় কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, এই নিয়ে সময়সীমাও বেঁধে দিয়েছিল উচ্চ আদালত। তবে শুভেন্দু অভিযোগ তোলেন, হাইকোর্ট থেকে দেওয়া নির্দেশ মতো সময়সীমা পেরিয়ে গেলেও আদালতের নির্দেশ কার্যকর করেনি রাজ্য নির্বাচন কমিশন। আদালত অবমাননা করেছেন রাজীব সিনহা। এই মামলাতেই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে কলকাতা হাইকোর্ট।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর