‘আমি নই, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ..,’ দিলীপ ঘোষকে নিয়ে এবার যা বললেন শুভেন্দু! শোরগোল শুরু

বাংলা হান্ট ডেস্কঃ মাত্র কয়েক দিনের ব্যবধানে বঙ্গ রাজনীতিতে যেভাবে দিলীপ ঘোষের (Dilip Ghosh) উত্থান ঘটেছে তা দেখে রীতিমত হকচকিয়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহল। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাহসী ‘মেজাজ’ দেখে ইতিমধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতির অলিন্দে।

দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিয়ে কী বললেন শুভেন্দু?

বিগত কয়েকদিন ধরে এই বিজেপি নেতা (Dilip Ghosh) যেভাবে প্রকাশ্যে হুমকি-হুঁশিয়ারি দিয়ে চলেছেন তা দেখে বিভিন্ন মহল থেকে আসতে শুরু করেছে প্রতিক্রিয়া। কখনও মহিলাদের দিকে তেড়ে গিয়ে ‘চোদ্দ পুরুষ’ তুলে ‘গলা টিপে’ দেওয়ার হুমকি আবার কখনও তৃণমূলীদের ঘর থেকে বার করে এনে পেটানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বঙ্গ বিজেপির একাংশ দিলীপ ঘোষের এই সাহসী ‘মেজাজ’ দেখে ‘ভ্রু কোঁচকাতে’ শুরু করেছেন। বিরূপ মন্তব্য করে তাঁদের মধ্যে কেউ কেউ বলছেন এতটা ‘চালিয়ে খেলা’ ঠিক হচ্ছে না তাঁর। তবে যে যাই বলুক না কেন এই মুহূর্তে তাঁর পাশে রয়েছেন খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: ‘সৌমিত্র খাঁ’-এর নাম করে প্রতারণা? বিরাট কান্ড সোশ্যাল মিডিয়ায়, খোলসা করলেন সাংসদ নিজে

বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির প্রতি নিজের পূর্ণ সমর্থন জানিয়েছেন শুভেন্দু। তাই দিলীপ ঘোষের (Dilip Ghosh) ‘মেজাজ’ প্রসঙ্গে জানতে চাওয়া হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘দিলীপ ঘোষকে নিশ্চয়ই সমর্থন করছি। ওখানে যাওয়ায় ওঁর অন্যায় কোথায়? ওই দু’জন মহিলা তৃণমূলের পরিচিত লোক। তাঁরা কেন সেখানে যাবেন? ওই মহিলারা সেখানে গিয়ে যে আচরণ করেছে‍ন‍, তা অত্যন্ত নিন্দনীয়। প্রত্যুত্তরে যা হয়েছে, তাকে শুধু আমি নই, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ সমর্থন করছেন। কারণ, সব ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।’

দিলীপ ঘোষের মেজাজের ধারে কাছে এই মুহূর্তে কেউ যেতে না পারলেও একথা কিন্তু ঠিক কোনও সাংগঠনিক পদ ছাড়া এই বিজেপি নেতার ধমকানি-চমকানিও ফিকে হবে একদিন না একদিন। একথা বোধ হয় দিলীপও জানেন বিলক্ষণ। বর্তমানে বিজেপিতে রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে উঠে এসেছে একাধিক নাম। কানাঘুষো শোনা যাচ্ছে দিলীপ ঘোষের নাম নিয়েও। দলের একাংশ চাইছে বাংলায় আবার বিজেপির হাল ধরুক দিলীপ ঘোষ। এরই মাঝে সম্প্রতি দিলীপ-শুভেন্দুর একসাথে মধ্যাহ্নভোজন থেকে শুরু করে হাসিমুখে আলাপচারিতা থেকে তৈরী হয়েছে নতুন রহস্য।

BJP MLAs requested Dilip Ghosh Suvendu Adhikari to fight together

দিলীপ ঘোষের এই পুরোনো মেজাজ নিয়ে এক প্রবীণ বিজেপি নেতা বলেছেন, ‘এক মাস আগেই দিলীপ–শুভেন্দুর সম্পর্ক আদায়–কাঁচকলায় ছি‍ল। তারপরে হঠাৎ কী ঘট‍ল, দিলীপ মধ্যাহ্নভোজন সারতে বিধানসভায় শুভে‍ন্দুর ঘরে চলে গেলেন! আবার শুভেন্দুও চিৎকার করে দিলীপের কুকথার পক্ষে সওয়াল করছেন! দিলীপও আগের মতো সবাইকে চমকাতে শুরু করেছেন। রহস্য ঘনীভূত হচ্ছে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর