ছেঁড়া জামা পড়ে এসেছিলেন কর্মী, মিছিলের মাঝেই জামা কেনার টাকা দিলেন শুভেন্দু! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের শাসকদলের সাথে তাঁর সম্পর্ক অনেকদিন আগেই চুকে গেছে। এককালের তৃণমূলের তরুণ তুর্কি আজ হয়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। খুব কম সময়ের মধ্যেই রাজ্য বিজেপির মুখ হয়ে উঠেছেন তিনি। পাশাপাশি, একাধিক ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রায় সরব হতে দেখা যায় তাঁকে।

শুধু তাই নয়, একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারিয়ে দেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই বিজেপির অন্যতম নেতৃত্বে পরিণত হয়েছেন তিনি। তবে, রাজনৈতিক দলাদলির আবহকে দূরে সরিয়ে রেখেই এবার যেন নতুন রূপে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। আর তা দেখেই অভিভূত সকলে।

   

পাশাপাশি, এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে নেটমাধ্যমে। যা দেখে শুভেন্দুর ভূয়সী প্রশংসা করেছেন সকলেই।

কি রয়েছে ভিডিওটিতে:
সম্প্রতি নেটমাধ্যমে আসা ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি দলীয় কর্মসূচিতে মিছিলের মাধ্যমে যোগদান করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তাঁকে স্বাগতও জানানো হয় মাইকে। কর্মী এবং নিরাপত্তারক্ষীদের মাঝেই হেঁটে যেতে দেখা যায় শুভেন্দুকে। ঠিক সেই সময়েই সেখানে উপস্থিত এক দলীয় সমর্থকের ওপর চোখ যায় এই বিজেপি নেতার। তিনি দেখেন যে, ওই সমর্থক একটি ছেঁড়া জামা পড়ে উপস্থিত হয়েছেন সেখানে।

আর তা দেখেই সঙ্গে সঙ্গে তাঁর কাছে এসে ওই সমর্থকের নাম এবং বাড়ি জানতে চান তিনি। তারপরেই পকেট থেকে টাকা বের করে তাঁকে জামা কিনতে বলেন শুভেন্দু। এদিকে, ওই সমর্থক পায়ে হাত দিয়ে প্রণাম করেন এই জননেতাকে। তারপরেই নিজের কর্মসূচিতে এগিয়ে যান শুভেন্দু। এদিকে, শুভেন্দু অধিকারীর কাছ থেকে জামা কেনার টাকা পেয়ে স্বভাবতই খুশি হয়েছেন ওই সমর্থক। পাশাপাশি, সেখানে উপস্থিত বাকি সমর্থকেরাও আনন্দের সাথে “জয় শ্রী রাম” স্লোগান দিতে থাকেন।

এদিকে, এই ভিডিওটিই এখন ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে। এছাড়াও, সমর্থকেরাও তাঁদের প্রিয় এই নেতার আচরণে মুগ্ধ হয়েছেন। তবে, শুধু সমর্থকেরাই নন, বরং এই ভিডিওটির মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতার একজন দলীয় কর্মীর প্রতি এরূপ ব্যবহার দেখে আপ্লুত হয়েছেন সকলেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর