বাংলা হান্ট ডেস্ক : বিধানসভা উপনির্বাচনে রাজ্যের তিন তিনটি কেন্দ্রে বড়সড় জয় হয়েছে তৃণমূলের। যা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এমনকি যে খড়্গপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষের ত্রাস ছিল সেই খড়্গপুর কেন্দ্রটিও সদ্যসমাপ্ত বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের হাতে চলে এসেছে। প্রথম থেকেই এই বিধানসভা কংগ্রেসের আন্ডারে ছিল, তারপর বিজেপি কিন্তু মাত্র পাঁচ বছরের মধ্যেই ভোল বদল।
রেল শহর খড়্গপুরে বড়সড় লিড পেয়েছে শাসক শিবির। তবে একটা কথা অস্বীকার করা উচিত নয়, শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়ার পর রেলশহরে তৃণমূলের চিত্রটা একেবারে বদলে গেছে মাত্র কয়েক মাসের মধ্যে। তাই তো মাত্র ছয় মাস আগেই যেখানে তৃণমূলের থেকে বিপুল সংখ্যক ভোটে এগিয়ে গিয়ে জয় পেয়েছিল বিজেপি সেখানেই শক্ত হাতে হাল ধরল তৃণমূল, এ কি আর চাট্টিখানি কথা?
তাই তো এখন শুভেন্দু অধিকারীর উপর দিদির ভরসা আরও বেড়ে গিয়েছে। তবে হ্যা জয়ের পর কিন্তু কোনও ভাবেই দলীয় কর্মীদের ভুলে যাননি, তাই তো যাঁরা উপনির্বাচনে ভোট প্রচার থেকে শুরু করে কোমর বেঁধে তৃণমূলের হয়ে মাঠে নেমেছিল সে রকম 60 জন স্বেচ্ছাসেবককে এবার উপহার দিলেন শুভেন্দু। মঙ্গলবার তার স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন, সেখানেই স্বেচ্ছাসেবকদের খাসির মাংস আর ভাত খাইয়ে সকলকে আট হাজার টাকা দামের স্মার্টফোন উপহার দেন।
প্রসঙ্গত সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তিনটি কেন্দ্রে জয়ের পর থেকে একটু হলেও ভরসা বেড়েছে। অন্য দিকে লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফল করে বিজেপি র যে আত্মবিশ্বাস জেগেছিল তা কার্যত মুসরে গেছে যদিও বিজেপির নেতা কর্মীরা তা মানতে নারাজ। তাই তো বিধানসভা নির্বাচনকে টার্গেট করে এগোচ্ছে বিজেপিও।