বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছেলের জন্মদিন এবং তা নিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিতর্কিত টুইট ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। এক্ষেত্রে বিরোধী দলনেতার উদ্দেশ্য শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিশ নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র আর এবার তাদের পাল্টা প্রশ্ন করে বসলেন শুভেন্দু। এক্ষেত্রে ‘কয়লা ভাইপো’ বলতে কেন অভিষেককেই বুঝল কমিশন, তা নিয়ে একপ্রকার প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিজেপি (BJP) বিধায়ক।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। অভিষেককে ‘কয়লা ভাইপো’ বলেও কটাক্ষ করেন তিনি। সম্প্রতি একটি টুইট করে শুভেন্দু লেখেন, “কয়লা ভাইপোর ছেলের জন্মদিনে বিপুল আয়োজন করা হয়েছে। ৫০০ পুলিশ কর্মী, ডগ এবং বোম স্কোয়াড, মেটাল ডিটেক্টর নিয়ে হোটেলে অনুষ্ঠান করা হচ্ছে।” এক্ষেত্রে কারোর নাম না করলেও শুভেন্দুর নিশানায় যে অভিষেকই, তা একপ্রকার স্পষ্ট হয়ে যায়।
যদিও পরবর্তীতে শুভেন্দুকে বিঁধে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। সেই কারণে একটি অনুষ্ঠান হচ্ছিল। উনি এটাকে অভিষেকের ছেলের জন্মদিন বলে মিথ্যাচার করছেন।”
শুধু তাই নয়, পরবর্তীতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে কমিশনের তরফ থেকে বিজেপি বিধায়ককে শোকজ নোটিশ পাঠানো হয়। তবে এদিন শোকজ নোটিশের পরিপ্রেক্ষিতে শিশু সুরক্ষা কমিশনকেই পাল্টা প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী।
একটি টুইট করে তিনি লেখেন, “আমার আইনজীবী কমিশনের শোকজের জবাব দিয়েছে। তবে কমিশনের জানানো উচিত, ‘কয়লা ভাইপো’ বলতে কাকে বোঝা হয়েছে? কয়লা ভাইপোর ছেলে বলতে যে নাবালক বোঝানো হয়েছে, তা কি করে ধরে নেওয়া হল?” যদিও এক্ষেত্রে শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি বলেই জানা যাচ্ছে।