‘হোমোসেক্সুয়াল নেতা জানাজানির ভয়ে রক্ষীকে খুন ” নাম না করে শুভেন্দুকে আক্রমণ কুণালের

বাংলাহান্ট ডেস্ক : তৃনমূলের তরফ থেলে শুভেন্দুকে আক্রমণ চলছেই। এবার তোপ দাগলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিজেপির (BJP) নবান্ন অভিযানের দিন শুভেন্দুর ‘ডোন্ট টাচ মাই বডি’ মন্তব্য নিয়ে সরাসরি কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘ওঁকে কেন আক্রমণ করতে যাব? এবার সামনে যদি এমন মজার খোরাক পাওয়া যায়, তার পিছনে মানুষ লাগবে না তো কী করবে? ডোন্ট টাচ মাই বডি, ডোন্ট টাচ মাই বডি বলে মহিলাদের মতো আচরণ করবে, আর ওঁকে কিছু বলা হবে না? পুলিশের আবার মহিলা, পুরুষ কী? শুভেন্দু চাপে পরে গিয়েছে। এটা একটা খিল্লি। পুরুষ না মহিলা ঠিক নেই নিজের।’

শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীকে ‘ক্লিব বিরোধী দলনেতা’ বলেও কটাক্ষ করেন তিনি। তৃণমূলের মুখপাত্র দাবি করেন, ‘শুভেন্দু অধিকারী জ্ঞানবন্ত সিংকে দেখেছেন বলছেন। উনি তো ওখানে ছিলেনই না। শুভেন্দু আসলে মহিলাকে পুরুষ দেখছেন আজকাল। নিজেকে কী ভাবছেন কে জানে? শুভেন্দু আগে জবাব দিক, ও পালিয়ে গেল কেন? ওঁর সঙ্গে মহিলার কী সম্পর্ক? ওঁর শারীরিক, মানসিক সমস্যা রয়েছে। যদিও আমি সেটা বলতে পারব না, এটা মেডিক্যাল পরীক্ষার বিষয়।’

এখানেই থামেন নি কুণাল ঘোষ। তিনি আরও বলেন, ‘আমরা ব্যক্তিগত আক্রমণ চাই না। শুভেন্দু অধিকারী সিবিআই, ইডি থেকে বাঁচতে বিজেপিতে গিয়ে কুরুচিকর মন্তব্যের শুরুটা করেছেন। শুভেন্দু আগে তালিকা দিয়ে বলুন, ওঁর পরিবারের কে কে, কোন কোন পদে ছিলেন? কোনও এক নেতার ব্যক্তিগত দেহরক্ষিকে খুনের অভিযোগ রয়েছে ওদের বিরুদ্ধে। হোমোসেক্সুয়ালিটির বিষয়ও উঠে আসছে। কেন সেই তদন্ত থমকে থাকবে? একজন যৌন বিকৃত হোমোসেক্সুয়াল নেতা তাঁর ব্যক্তিগত রক্ষীকে যৌন নির্যাতন করলেন এবং পরে জানাজানি হয়ে যাওয়ার ভয়ে তাঁকে খুন করলেন? পুলিস জানিয়ে দিক কে সেই নেতা?’

তবে এরপরই সতর্ক হয়ে যান কুণাল। বিধিবদ্ধ সতর্কীকরণ হিসেবে তৃণমূলের মুখপাত্র বলেন, তিনি শুভেন্দু অধিকারীর কথা বলছেন না। এমনকী, শুভেন্দু অধিকারী সমকামী কি, সমকামী নন, সেটা নিয়েও কোন মন্তব্য করবেন না বলেই জানান তৃণমূল নেতা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর