সাদা ফ্রক পরে শুভেন্দু অধিকারীর নাচ! সঙ্গে দোসর হিমন্ত বিশ্ব শর্মাও! তুমুল হৈচৈ জাতীয় রাজনীতিতে

বাংলা হান্ট ডেস্ক : গোটা ভারত জুড়েই বেশ নাম ছড়িয়ে পড়ছে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রধানমন্ত্রীকে লেখা বিরোধীদের চিঠিতে তাঁর নাম ছিল। এবার ভারত রাষ্ট্র সমিতির পোস্টারেও ‘উজ্জ্বল’ হয়ে উঠেছেন নন্দীগ্রামের সাংসদ। তৃণমূল কংগ্রেসের পদ্ধতিতেই শুভেন্দুকে (Suvendu Adhikari) কটাক্ষ করে এবার পোস্টার পড়ল হায়দরাবাদে (Hyderabad)।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (KCR) কন্যা কে কবিতাকে ইডি সমন পাঠায়। এরপরই বঙ্গ শাসকদলের ‘ওয়াশিং মেশিন’ মডেল ধার করে ভারত রাষ্ট্র সমিতি শুরু করেছে ‘রেইড ডিটারজেন্ট’ পাউডারের প্রচার। তেলেঙ্গানার যত্রতত্র লাগানো হয়েছে পোস্টার। প্রথমে বেশ কিছু পোস্টারে দেখা গিয়েছিল হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma), জ্যোতিরাদিত্য সিন্ধিয়াদের ছবি। এবার নয়া পোস্টারে সিন্ধিয়া, হিমন্তদের পাশেই স্থান পেয়েছে এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও।

পোস্টারে দেখা যাচ্ছে হিমন্ত বিশ্বশর্মা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শুভেন্দু অধিকারী-সহ বিভিন্ন রাজ্যের এমন বিজেপি নেতাদের ছবি। এদের বিরুদ্ধেই একসময় দুর্নীতির অভিযোগ আনে বিজেপি (BJP)। বিভিন্ন কাপড় কাচার সাবানের বিজ্ঞাপনী প্রচারকে ধার করে বিআরএসের অভিনব প্রচার বেশ জনপ্রিয় হয়েছে গোটা দেশে।

suvendu 2

একটি বিখ্যাত ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনের নকল করে পোস্টার দেওয়া হয়েছে হায়দরাবাদে। যাতে দেখা যাচ্ছে হাসিমুখে সাদা রংয়ের ফ্রক পরে দাঁড়িয়ে আছেন বিজেপির প্রথম সারির দলবদলু নেতারা। সেই তালিকায় রয়েছেন শুভেন্দু অধিকারীও। বোঝানো হয়েছে, বিজেপির এই ওয়াশিং পাউডার ব্যবহার করলেই ‘দুর্নীতিগ্রস্ত’ নেতারা একেবারে ধোয়া তুলসিপাতা হয়ে যাচ্ছেন।

সম্প্রতি, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার কেসিআর কন্যাকে ডেকে পাঠায় ইডি। যদিও, সেদিন সংসদে মহিলা সংরক্ষণ আইন প্রণয়নের দাবি সংক্রান্ত পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি থাকায় নতুন তারিখ দেওয়ার আবেদন করেন কবিতা। ফলে তাঁকে শনিবার দেখা করতে বলা হয়। এদিন সকাল ১১টায় ইডি সদর দফতর প্রবর্তন ভবনে যান কবিতা।


Sudipto

সম্পর্কিত খবর