পঞ্চায়েত অফিসগুলিতে কোটি কোটি বিদ্যুতের বিল বকেয়া! রাজ্যকে ‘দেউলিয়া’ ঘোষণা শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারকে ফের একবার কড়া আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অতীতে একের পর এক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) কটাক্ষ করেন বিজেপি (BJP) নেতা। আর এবার বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয় নিয়ে ফের একবার শুভেন্দুর নিশানায় রাজ্য।

গতকাল একটি টুইট করে তিনি বলেন, “রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। তাই পঞ্চায়েত অফিসগুলিতে বেহাল আর্থিক দশা ধরা পড়ছে। বিদ্যুতের বিল পর্যন্ত দিতে পারছে না তারা। আজ রাজ্য সরকারের আধিকারিকরা দেখিয়ে দিলেন, কেন কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যকে সাহায্য কিংবা অনুদান দেওয়ার আগে সতর্কতা নেওয়া প্রয়োজন।”

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পরবর্তীতে তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য একাধিক নেতা মন্ত্রীদের উদ্দেশ্য করে বেফাঁস মন্তব্য করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাকে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য একাধিক বিষয় নিয়ে রাজ্যকে আক্রমণ করেন bjp নেতা। সেই ধারা বজায় রেখে বর্তমানে টুইটের মাধ্যমে বিতর্ক আরো বাড়িয়ে দিলেন শুভেন্দুবাবু।

একটি চিঠির প্রতিলিপি তুলে ধরার মাধ্যমে শুভেন্দু লেখেন, “গোটা বাংলা জুড়ে পঞ্চায়েত অফিসগুলিতে বিদ্যুতের বিল মেটানোর জন্য বলা হচ্ছে। এতে শুধুমাত্র ডব্লিউবিএসইডিসিএল-এর আর্থিক ভার কমানো যাবে না, একই সঙ্গে সরকারি যে বকেয়া বাকি রয়ে গিয়েছে, তা দেখিয়ে কেন্দ্র সরকারের সহায়তা পাওয়ার একটি সম্মতি হিসেবেও বিবেচিত হবে এটি।”

Untitled design 2022 08 26T144504.148

এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি চিঠি তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। সেখানে দেখা যাচ্ছে, গত মাস পর্যন্ত রাজ্যের সকল পঞ্চায়েত অফিসের মোট ৪৩৬.৩১ কোটি টাকা বিদ্যুতের বিল বকেয়া রয়েছে, যেখানে লেট পেমেন্ট সারচার্জ হিসেবে বরাদ্দ ১২৫ কোটি টাকা। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা যাতে কেটে দেওয়া না হয়, তার জন্য দ্রুত বিল মেটানোর নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে। আর এই চিঠিটি তুলে ধরার মাধ্যমে শুভেন্দুর দাবি, “বর্তমানে রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে।”


Sayan Das

সম্পর্কিত খবর