বাংলা হান্ট ডেস্কঃ একদিকে ত্রিপল চুরির মামলা, আরেকদিকে নিজের প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে মামলা চলছে। এছাড়াও সমবায় ব্যাঙ্কের আর্থিক দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে হারানো বিধায়কের। তাই ওনার গ্রেফতারি নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে যে, কিছুদিন আগে দিল্লী সফরের সময় শীর্ষ নেতৃত্বদের গ্রেফতারি নিয়ে উদ্বগের কথা জানিয়েছিলেন শুভেন্দুবাবু।
আর এবার বিস্ফোরক মন্তব্য করে শুভেন্দু অধিকারীর গ্রেফতারির জল্পনা উস্কে দিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারী যেকোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন। অধিকারী পরিবার বিরোধী গোষ্ঠী বলেই পরিচিত অখিল গিরি। অধিকারী পরিবার তৃণমূলে থাকাকালীন গিরি পরিবারের ক্ষমতা অনেক কম ছিল পূর্ব মেদিনীপুরে। কিন্তু অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ার পর থেকেই পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সর্বেসর্বা হয়ে ওঠে গিরি পরিবার।
এদিন অখিল গিরি শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন, ‘আর এক থেকে দেড় মাস অপেক্ষা করুন। তারপরই বিশ্বাসঘাতকদের কাঁদতে দেখবেন। দুর্নীতির একরাশ ফাইল সব সামনে আসছে। সবকিছুর তদন্ত হবে। দুর্নীতির সঙ্গে যারা যারা জড়িত, তাঁদের কাউকে রেহাই দেওয়া হবে না।” উল্লেখ্য, খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শুভেন্দুর বিরুদ্ধে সমস্ত দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
অখিল গিরি কটাক্ষ করে বলেন, ‘কেন্দ্রের এখন এতটাই খারাপ অবস্থা যে, কেন্দ্রীয় বাহিনী ত্রিপল চুরি করছে। রাতের অন্ধকারে পুরসভার গোডাউনে কী করতে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী? আমাদের মুখ্যমন্ত্রী খুব সরল সাধাসিধে। উনি সবাইকে বিশ্বাস করেন, এই কারণে ওনার পিছনে অনেকেই দুর্নীতি করেছে। দিঘার সমুদ্রে বাঁধ তৈরির জন্য শুভেন্দুকে ৫০০ কোটি টাকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই টাকায় বালির উপর ইট পেতে ঢালাই করে দেওয়া হল। এভাবে সমুদ্রের ঢেউ আটকানো যায়? এখন সবকিছু ধরা পড়ে গিয়েছে।”