এমনি সেমনি নয়, মদন মিত্রকে রেজিস্টার্ড মাতাল বলে তুমুল কটাক্ষ শুভেন্দু অধিকারীর

বাংলাহান্ট ডেস্ক : বহু প্রতীক্ষার পর অবশেষে গড়িয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোরেলের (East-West Metro) চাকা। কিন্তু শিয়ালদহ (Sealdah) মেট্রো স্টেশনের উদ্বোধনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে যথেষ্ট সম্মান দেখানো হয়নি বলেও অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।

এমনকি এই প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অবদান থাকলেও তৃণমূলের অভিযোগ মুখ্যমন্ত্রীকে তাঁর প্রাপ্য কৃতিত্বটুকুও দেওয়া হয়নি‌। যদিও, উত্তরবঙ্গ সফরের জন্য মুখ্যমন্ত্রী শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনে হাজির থাকতে পারেননি, তবে তৃণমূলের নেতা মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর সম্মানহানির বিষয়টি প্রকাশ্যে এনে বাংলার নানান প্রান্তে রীতিমতো প্রতিবাদ করেন। বুধবার দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan mitra) বিক্ষোভও দেখান। শুধু তাই নয়, এবার মেট্রো কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীকে তাঁর অবদানের স্বীকৃতি না দিলে মেট্রোরেলের চাকা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন কামারহাটি বিধায়ক।

এবার কামারহাটির বিধায়কের উদ্দেশ্যেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। একইসঙ্গে মদন মিত্রকে “রেজিস্টার্ড মাতাল” বলেও কটাক্ষ করেন তিনি। মদন মিত্রের বিক্ষোভ-হুঁশিয়ারি প্রসঙ্গে সরাসরি কামারহাটির বিধায়ককে আক্রমণ করে শুভেন্দু বলেন, “যদি হিম্মত থাকে একুশে জুলাই মেট্রো বন্ধ রেখে দেখাক। একুশে জুলাই থেকেই মেট্রো বন্ধ করে দিক। ভালো বার্তা পৌঁছবে।’ 

মদন মিত্রের পাশাপাশি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষকে নিয়েও বিরূপ মন্তব্য করেন নন্দীগ্রামের বিধায়ক। বুস্টার ডোজ নকলের বিষয়ে কুনালের মন্তব্যের পরেই শুভেন্দু অধিকারী বলেন, “নর্দমার কীটের কোনও কথার উত্তর দেব না।” এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘তৃণমূল কোম্পানির মালিক’ বলে উল্লেখ করেন শুভেন্দু অধিকারী।madan mitra 4 1

প্রসঙ্গত উল্লেখ্য, মহিষাদলে ভারত সেবা সঙ্ঘের গুরু পূর্ণিমার রথযাত্রায় অংশগ্রহণ করার পাশাপাশি রথের রশিতে টান দেওয়ার পর বিশেষ পুজোও দেন বিরোধী দলনেতা। এরপরেই তৃণমূলের একাধিক বিধায়ক, নেতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কার্যত গর্জে ওঠেন বিরোধী দলনেতা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর