দিল্লিতে হঠাৎই মোদি-শুভেন্দু সাক্ষাৎ! কী নিয়ে হল আলোচনা? জল্পনা বাড়ছে রাজ্য রাজনীতিতে

বাংলাহান্ট ডেস্ক : অমিত শাহের ডাকে দিল্লি সফরে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই দিল্লি সফরের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গেও দেখা হল তাঁর মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে দেখা হয় দুজনার। দেখা হওয়ার পর শুভেন্দুর সঙ্গে কুশল বিনিময়ও করেন প্রধানমন্ত্রী। হিন্দিতে জিজ্ঞেস করেন, ‘কেমন আছেন আপনি?’

এদিন দিল্লিতে একাধিক কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক ছিল বঙ্গ বিজেপির নেতৃত্বের। সংসদের সেন্ট্রাল হলে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হন নন্দীগ্রামের সাংসদ। বিশেষ সূত্রে খবর, শুভেন্দুকে দেখেই এগিয়ে আসেন প্রধানমন্ত্রী। জানতে চান, কেমন আছেন তিনি। মিনিট তিনেক মতো কথা হয় দুজনের। তবে কী বিষয়ে কথা হয়েছে, তা এখনও জানা যায়নি। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানিয়ে থাকতে পারেন বিরোধী দলনেতা। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। অথবা রাজ্যের সাধারণ খোঁজখবর নিতে থাকতে পারেন প্রধানমন্ত্রী। সবমিলিয়ে শাহি-নাড্ডার ডাকে দিল্লি সফরে গিয়ে মোদির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল শুভেন্দু অধিকারীর।

   

কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে আপাতত দিল্লিতে রয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। সোমবার রাতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বাসভবনে বাংলার সাংসদদের নিয়ে বৈঠকে বসেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। সেখানেই বঙ্গ নেতাদের বিরুদ্ধে সাংসদরা ক্ষোভ উগড়ে দেন বলে জানা যায়। কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে (Sukanta Majumdar) নিশানা করেন দলেরই সাংসদরা।

বৈঠকে শুরুর আগেই দলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নেন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি জানান, আলোচনা অনেক বিষয় নিয়ে হলেও গোষ্ঠীকোন্দল অনেকটাই মিটে যাবে বলেই আমি মনে করি। বিজেপির দলীয় সূত্রের খবর সাংসদদের অভিযোগ, এই মুহুর্তে দলের সংগঠন খুবই দুর্বল। সেই সংগঠনকে চাঙ্গা করতেই এদিন দওয়াই দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

ad2
Avatar
Sudipto

সম্পর্কিত খবর