দীঘায় মমতা! ‘কোটি টাকার’ খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রীকে কি বললেন শুভেন্দু? 

বাংলা হান্ট ডেস্কঃ দীঘার জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনে যাবেন বলে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। ডিসেম্বর মাস পড়তে না পড়তেই প্রতিশ্রুতি মতোই জগন্নাথ ধামের কাজ খুঁটিয়ে দেখতে আজই সশরীরে দীঘা পৌঁছেছেন নেত্রী।

দীঘার জগন্নাথ মন্দিরে কবে যাচ্ছেন মমতা (Mamata Banerjee)?

পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার দুপুরেই ডুমুরজলা থেকে আকাশপথে দিঘা রওনা দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিন সৈকত শহর দীঘার বুকে পা রেখেই খোঁজ নিলেন জেলার খুঁটিনাটি। কথা বললেন অখিলপুত্র সুপ্রকাশ গিরির সঙ্গে। প্রশাসনিক থেকে রাজনৈতিক সব বিষয়ে তদারকি করেই সোজা চলে যান গেস্ট হাউসে। জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ বুধবারেই জগন্নাথ মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর।

কতদূর কাজ এগিয়েছে, কী অবস্থায় রয়েছে, তিনদিনের সফরে সবটাই খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তবে সিংহভাগ সময় কাটানোর কথা জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনেই। মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে এদিন সংবাদ প্রতিদিনে সুপ্রকাশ বলেছেন, ‘আগামিকাল উনি নিজে মন্দির পরিদর্শনে যাবেন, সেটাই বললেন। সকলকে একসঙ্গে কাজ করার কথা বলেছেন। এছাড়া ব্যক্তিগত কথা হয়েছে, তা বলব না।’

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট নয়, এবার বিনীত গোয়েলের মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই

এদিকে মমতার সফর নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, এত কিছু করেও পূর্ব মেদিনীপুর তিনি অধিকারী মুক্ত করতে পারবেন না। চিঁড়ে ভিজবে না কিছুতেই। তাঁর দাবি এখানকার মানুষ জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখান করেছেন।

Mamata Banerjee

এরপর মন্তব্যের ঝাঁঝ আরও বাড়িয়ে তিনি বলেন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে অধিকারী মুক্ত করার ডাক দিয়েছিলেন । কিন্তু মানুষ মমতা-অভিষেক মুক্ত করেছে।’এখানেই শেষ নয়, কোটি কোটি টাকার খোঁচা দিয়ে এদিন মমতাকে ছুটি উপভোগ করার পরামর্শ দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, ‘প্রতি বছরের মতো এবারও শীতকালীন ছুটি উপভোগ করতে দিঘায় এসেছেন মুখ্যমন্ত্রী। দীঘার সমুদ্র সৈকতে ঘুরুন, জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রের কাজের  তদারকিও করুন আর আনন্দ করে তিন দিনের ছুটিও উপভোগ করুন। তা নাহলে ওনার নিরাপত্তায় ৩২৮০ জন পুলিশ কর্মীরর জন্য বরাদ্দ কোটি কোটি টাকা জলে যাবে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর