বাংলা হান্ট ডেস্কঃলোকসভা ভোটের আগে সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতে ক্রমশই চড়ছে রাজনীতির পারদ। প্রায় দুমাস হতে চলল এখনও অধরা তৃণমূলের শেখ শাহজাহান। যা নিয়ে শাসকদলকে আক্রমণ করতে ছাড়ছেনা বিরোধীরা। এত ঘটনার মূলে যে কেন সেই শাহজাহান শেখকে এখনও গ্রেফতার করা সম্ভব হচ্ছে না, এই প্রশ্নই এখন গোটা বাংলার মানুষের। নিত্যদিন শাহজাহানের গ্রেফতারির দাবি তুলে রাস্তায় নামছেন সন্দেশখালির মানুষজন। তবে লাভের লাভ কিছুই হচ্ছে না। এই ইস্যুতেই এবার ফের তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
সন্দেশখালির তপ্ত আবহেই শুভেন্দুর দাবি, ‘এ রাজ্যের পুলিশ শেখ শাহজাহানদের কখনও গ্রেফতার করবে না। কারণ, সন্দেশখালি থেকে লুটের মাল কলকাতায় ভাইপোর বাড়িতে পাঠানো হয়।’ দিল্লি থেকে কলকাতা এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘এখন পশ্চিমবঙ্গ পুলিশের নাম বদলে গিয়েছে। নতুন নাম হয়েছে মমতা পুলিশ। আর মমতার সেই পুলিশ শেখ শাহজাহানদের ধরবে না। কারণ, তারাই সমস্ত লুটের জিনিস কলকাতায় পাঠায়।’ দিল্লি থেকে ফিরে সন্দেশখালি ইস্যুতে আরও আক্রমণাত্মক শুভেন্দু।
আরও মারাত্মক অভিযোগ তুলে শুভেন্দু আরও বলেন, ‘শেখ শাহজাহানরা যে শুধুমাত্র সন্দেশখালি মহিলাদের ওপর নির্যাতন করেছে, তাদের সম্ভ্রম নষ্ট করেছে তেমনটা নয়। ২০১৩ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত ওই এলাকার মানুষদের ভোট পর্যন্ত দিতে দেয়নি।’ শুভেন্দুর কথায়, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী সহ আশেপাশের এলাকায় সাধারণ মানুষ কোনও ভোটই দিতে পারেনি। গোটা সুন্দরবন এলাকার হিন্দু, আদিবাসী ভোটারদের ওপর জুলুমবাজি চলত। ভোট দিতে দেওয়া হত না। শুধুমাত্র হাতে ভোটের কালি লাগিয়ে দেওয়া হত।
আরও পড়ুন: এককালীন ২৫০০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার! এই ভাবে খুব সহজেই করুন আবেদন
শুভেন্দুর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্প থেকে এলাকার সাধারণ মানুষকে বঞ্চিত করা হয়েছে। কোনো প্রকল্পের সুবিধা পায়নি তারা। কারণ উন্নয়নের টাকা আসার পরেই তা লুট হয়ে গিয়েছে। তৃণমূলের শেখ শাহজাহানরা লুঠ করে নিয়েছে। তৃণমূল এখন সন্দেশখালিতে পড়ে থেকে যতই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করুক না কেন তাতে কোনো লাভ হবেনা বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা।