৩১টির মধ্যে শুধু ভবানীপুরেই উপনির্বাচন কেন, কমিশনকে উত্তর দিতেই হবে! তোপ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ গোটা দেশের ৩১টি কেন্দ্রে উপনির্বাচনের দরকার। তবে শুধুমাত্র বাংলার ভবানীপুর কেন্দ্রেই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার এই নিয়েই প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকাই। তিনি বলেন, কমিশনকে স্পষ্ট করতে হবে শুধুমাত্র ভবানীপুরেই কেন উপনির্বাচনের ঘোষণা করা হল।

উল্লেখ্য, তৃণমূল এবং তৃণমূল নেত্রীকে বরাবরই কমিশনের সঙ্গে বিজেপির যোগসাজেশ রয়েছে বলে অভিযোগ করতে দেখা গিয়েছে। এমনকি বাংলায় আট দফায় নির্বাচন এবং করোনার মধ্যে শেষ চার দফার নির্বাচন একসঙ্গে না করানোর জন্যও কমিশনকে তৃণমূল নেত্রী ও তৃণমূলের তোপের মুখে পড়তে হয়েছে। তবে, সেই কমিশনই এখন তৃণমূলের প্রতি মেহেরবান হয়ে শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করেছে।

এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আজ কমিশনের সিদ্ধান্তেই প্রমাণ হয়ে গিয়েছে যে, বিজেপির সঙ্গে কমিশনের কোনও যোগ নেই। বিজেপির সঙ্গে কোনও সেটিংও নেই। আর আমরা এটা কোনদিনও বলিনি যে, তৃণমূলের সঙ্গে কমিশনে সেটিং রয়েছে। তৃণমূল কংগ্রেস আর দলের নেত্রীই বারবার কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।”

শুভেন্দু অধিকারী বলেন, জঙ্গিপুর ও সামশেরগঞ্জে উপনির্বাচন হচ্ছে না। কারণ ওই কেন্দ্র দুটিতে ভোটই হয়নি। কমিশনকে পরিষ্কার করতে হবে যে, কেন তাঁরা দেশের ৩১টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রকেই উপনির্বাচনের জন্য বেছে নিল।


Koushik Dutta

সম্পর্কিত খবর