‘আমার কোনও পিছুটান নেই” CID তলবে অকুতোভয় বিরোধী দলনেতা

বাংলা হান্ট ডেস্কঃ ভবানীপুরের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তাঁরই প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্য মৃত্যুর ঘটনায় সোমবার ভবানীভবনে তলব করে সিবিআই। আর সেই তলব নিয়েই এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী।

সরাসরি এই ঘটনা নিয়ে কিছু না বললেও, শিক্ষক দিবসের জন্য অনুষ্ঠিত মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ করেন তিনি। শুভেন্দুবাবু শিক্ষক দিবসের দিনে তমলুকে শিক্ষকদের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখান থেকে তিনি বলেন, ‘এখানে ক্ষুদিরাম বসু পড়াশোনা করেছিলেন। এই জেলার শিক্ষক-শিক্ষিকা আপনারা। কাউকে ভয় পাবেন না। মাথানত করবেন না।”

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘আমাকে রোজই ভয় দেখানো হয়। ওঁরা কী করবে? আমার কোনও পিছুটান নেই। আমি অকৃতদার। আমার বাবা-মা শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখি শুধু। ওঁরা কিছুই করতে পারবে না।”

বলে দিই, সোমবার সকাল ১১টা নাগাদ শুভেন্দু অধিকারীকে ভবানীভবনে ডেকে পাঠিয়েছে রাজ্যের গোয়েন্দা সংস্থা। জানা গিয়েছে যে, ৪৩ পাতার প্রশ্নপত্র অপেক্ষা করছে বিরোধী দলনেতার জন্য। পাঁচজন গোয়েন্দা ওনাকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গিয়েছে। এছাড়াও বিরোধী দলনেতার গাড়ির চালক শম্ভু মাইতিকেও ডাকা হয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর