বাংলাহান্ট ডেস্ক : আমতায় দুই বিজেপি প্রার্থী সহ ৬ জন কর্মী-সমর্থকের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। শনিবার সেই ধ্বংসস্তূপ পরিদর্শনে যান রাজের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। সেখান থেকে বিরোধী দলনেতা যান বারুইপুরে। সেখানেও আক্রান্ত হয়েছেন বিজেপির (Bharatiya Janata Party) কর্মী-সমর্থকেরা। আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়ে এদিন বিরোধী দলনেতা তাদের মনোবল বাড়ান।
আশ্বাস দেন ভস্মিভূত বাড়ি নতুন করে গড়ে দেওয়া হবে। তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে আমতার (Amta) জয়পুর থানার দক্ষিণ কাঁকরোল গ্রামের দুই বিজেপি প্রার্থীর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে বৃহস্পতিবার রাতে। আগুনে পুড়ে গিয়েছে ছটি বাড়িসহ একটি দোকান। সেই ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সেখানে তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথাও বলেন। তাদের হাতে তুলে দেন আর্থিক সাহায্য। ঘটনাস্থলে দাঁড়িয়ে বিরোধী দলনেতা এদিন নিশানা করেন তৃণমূলকে। পাশাপাশি বিরোধী দলনেতা জয়পুর থানা ঘেরাওয়ের ডাক দেন। বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ বৃহস্পতিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছে।
পাশাপাশি আরো অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা বাড়ির দরজা বাইরে থেকে শিকল দিয়ে বন্ধ করে দেয়। বাড়ির ভেতরে থাকা মানুষজনের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপর তারা এসে উদ্ধার করেন তাদের। এই ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত না হলেও আগুনে পুড়ে মারা গিয়েছে গবাদি পশু-হাঁস -মুরগি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ। সাথে যায় কেন্দ্রীয় বাহিনী।
আজ সেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ক্ষতিগ্রস্ত হওয়া বাড়ির সামনে থেকেই শুভেন্দু আশ্বাস দেন যে নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হবে বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি। শাসক দলের পাশাপাশি শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ তোলেন বিডিও, ওসিদের বিরুদ্ধেও।