স্বাধীনতা দিবসে পতাকা তুলতে গিয়ে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান শুভেন্দু অধিকারীর

বাংলা হান্ট ডেস্কঃ দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনে এই মুহূর্তে মেতে উঠেছে গোটা ভারত। সারা দেশ জুড়ে নানা ভাবে পালিত হচ্ছে ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’। অসামান্য বিপ্লবীদের আত্ম বলিদান আর শহীদের রক্তে সিঞ্চিত হয়ে এসেছে দেশের স্বাধীনতা। ক্ষুদিরাম বোস থেকে নেহেরু, গান্ধী, সুভাষচন্দ্র বসু থেকে সরদার বল্লভ ভাই প্যাটেল কিম্বা লালা লাজপত রাই, চন্দ্র শেখর আজাদ প্রত্যেকের গুরুত্বপূর্ণ যোগদান রয়েছে এই স্বাধীনতায়। আজ এই মহান মানুষদের স্মরণ করার দিন।

বাংলাতেও একইভাবে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস, একদিকে এই দিনটি যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে রাজ্যের শাসক দল, তেমনি অন্যদিকে নিজেদের মতো করে এই দিনটি উদযাপন করেছে বিরোধী দল বিজেপিও। আজ বিজেপি সদর দপ্তরে স্বাধীনতা দিবস পালন করেন দিলীপ ঘোষ, রাহুল সিনহারা। অন্যদিকে কাঁথি বাস স্ট্যান্ডে তেরঙা পতাকা উত্তোলন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

করোনা বিধি মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে দেশ জুড়ে পালিত হচ্ছে ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’। কিন্তু এই মহোৎসবের অনুষ্ঠানে জগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে ভারতের পতাকা উত্তোলন করার সময় তিনি স্লোগান দেন, ‘ভারত জিন্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ’। ওনার এই কাজের পর, অনেকেই প্রশ্ন তুলেছেন।

IMG 20210815 152403

আজকের এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে ভারত মাতা ও নেতাজির পুজো করতে দেখা যায়। যদি, ওনাকে নিয়ে কে কী প্রশ্ন তুলছেন সেটা নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি।


Abhirup Das

সম্পর্কিত খবর