বাংলা হান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি (SSC Scam) কাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তাঁর সূত্র ধরেই এবার ইডির জেরার মুখে পড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত। তাঁর আরও একটি পরিচয় রয়েছে রাজনীতিতে, একটা সময় তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। পরে বনি বিজেপি ছেড়ে দেন। তার পরও এদিন বনি প্রসঙ্গে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই টুইটে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), বিজেপি (BJP) ও কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করলেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যও (Debangshu Bhattacharya)।
বৃহস্পতিবার বনি সেনগুপ্তকে নিয়ে আলোচনা শুরু হতেই সাংবাদিক বৈঠক করে বিজেপি। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, ভোটের আগে অনেক তারকাই যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাঁদের মধ্যে বনিও একজন ছিলেন। তবে গত ২ বছর ধরে বিজেপির সঙ্গে বনির কোনও সম্পর্ক নেই বলেই দাবি শুভেন্দু অধিকারীর।
নিয়োগ দুর্নীতিতে বনির যোগের সম্ভাবনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, ‘বনি যদি দুর্নীতি করে থাকেন, তবে তাকে সবটার মুখোমুখি হতেই হবে।’ এদিকে দেবাংশু টুইটে লেখেন, ‘বনি সেনগুপ্ত যদি বিজেপি না ছাড়তেন, উনিও শুভেন্দু অধিকারীর মত এজেন্সি থেকে ১০ হাত দূরে থাকতে পারতেন!’ বনি প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘কালো টাকা সাদা করার একটা ভাল পথ হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি। এরা সেটাই করেছে।’
এই প্রসঙ্গে বনি সেনগুপ্ত দাবি করেন, নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও যোগ নেই তাঁর। এদিন ইডির প্রথম দফার জেরার পর বাইরে বেরিয়ে অভিনেতা বলেন, ‘আয়োজকদের মাধ্যমে কুন্তলের সঙ্গে আলাপ। তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। ২০১৭ সালে আমাকে গাড়ি কিনতে সাহায্য করেছিলেন। তার বদলে আমি অনেকগুলো ইভেন্ট করে দিই। আমার গাড়ির অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল।’ এই সংক্রান্ত সমস্ত তথ্য তিনি ইডি (ED) আধিকারিকদের জানিয়েছেন বনি সেনগুপ্ত।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বনি বলেন, ‘জিরাটে আমি একটি শো করতে গিয়েছিলাম। তখনই আলাপ হয় কুন্তল ঘোষের সঙ্গে। উনি প্রথমে সিনেমা ও মিউজিক ভিডিও করা নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু ওঁর সঙ্গে আমার কোনও সিনেমার চুক্তি হয়নি। পরিচিতি সূত্রেই কুন্তলের হয়ে অনেক স্টেজ শো করেছিলাম আমি। ওঁর সঙ্গে পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছিল। জন্মদিনের অনুষ্ঠানেও ওঁর বাড়ি গিয়েছি।’