বাংলাহান্ট ডেস্কঃ নন্দীগ্রামে কড়া প্রতিদ্বন্ধী, মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। গেরুয়া সবুজ ঝড়ে উত্তাল হয়ে রয়েছে নন্দীগ্রাম। বুধবার সেখানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি মনোনয়ন জমা দেওয়ার পর শুক্রবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পাশাপাশি নির্বাচনের নিয়ম মেনেই নিজের সম্পত্তির হিসেবও দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নির্বাচনী অ্যাকাউন্ট সহ মোট ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে শুভেন্দু অধিকারীর। কাছে রয়েছে নগদ পাঁচ হাজার টাকা। সবমিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ ৫৯,৩১,৬৪৭.৩২ টাকা৷
কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মমতা ঘনিষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী। সেইসময় দু’ বার সাংসদ নির্বাচিত হয়ে বেশ কিছু বছর রাজ্যসভায় মন্ত্রীত্ব করেছেন শুভেন্দু অধিকারী। তবে বিজেপিতে যোগ দেওয়ার আগে তৃণমূলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে বিধায়ক পদ থেকেই ইস্তফা দিয়ে দেন তিনি।
হলফনামায় শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কিছু কৃষি এবং অকৃষি জমি রয়েছে তাঁর নন্দীগ্রাম এবং এগরায়। নিজস্ব গাড়ি, সোনা বা অন্য কোনও গয়নাও নেই তাঁর- এমনটাই জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ২০১৯-২০ সালে তাঁর আয় ছিল ১১,১৫,৭১৫.০০ টাকা। তাঁর বর্তমান সম্পত্তির মূল্য ৩০,৭৪,৬০২.০০ টাকা।