বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে এই নিয়ে চর্চা যেন কিছুতেই থামছে না। এবার যেমন নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হচ্ছেন ৪জন BJP প্রার্থী। ডায়মন্ড হারবার, ঘাটাল, বসিরহাট এবং জয়নগর, এই চার কেন্দ্রের ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ আনা হয়েছ। বুধবার শহর কলকাতায় একটি সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুভেন্দু জানিয়েছেন, আগামী মঙ্গলবার কিংবা বুধবার তাঁদের দলের ৪ প্রার্থী হাই কোর্টের দ্বারস্থ হবেন। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে ইলেকশন পিটিশন দাখিল করবেন বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে BJP বিধায়কের হুঁশিয়ারি, ‘তৃণমূল শুনে রাখুক, এই পিটিশন ৪-৫ বছর ধরে ঝুলবে না। ৬ মাসের মধ্যে ডিসক্লোজারের ব্যবস্থা করব আমরা’।
শুভেন্দু এদিন জানান, বসিরহাট লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ হাজি নুরুলের প্রার্থীপদ বাতিলের জন্য তাঁরা আবেদন করবেন। BJP-র অভিযোগ, তিনি নিয়ম অনুযায়ী নিজের মনোনয়নের সঙ্গে বকেয়া শংসাপত্র দেননি। সেই কারণে তাঁর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে ইলেকশন পিটিশন দাখিল করবেন বসিরহাটের পদ্ম প্রার্থী রেখা পাত্র।
আরও পড়ুনঃ ভ্যাপসা গরম থেকে মুক্তি! আজ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস, রইল আবহাওয়ার খবর
নন্দীগ্রামের বিধায়ক এদিন বলেন, ‘দেবাশিস ধরের মনোনয়ন যে আইনে বাতিল হয়েছে, সেই একই আইনে হাজি নুরুলেরও প্রার্থীপদ বাতিল হওয়ার কথা’। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানো সত্ত্বেও তা গ্রাহ্য করা হয়নি বলে জানিয়েছেন শুভেন্দ্য।
এদিকে ডায়মন্ড হারবারে আবার প্রচুর কারচুপির অভিযোগ এনে হাই কোর্টে ইলেকশন পিটিশন দাখিল করা হবে বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। BJP প্রার্থী অভিজিৎ দাস (ববি) এক্ষেত্রে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন শুভেন্দু। অন্যদিকে ঘাটাল এবং জয়নগরের নানান কেন্দ্রের ‘ওয়েব কাস্টিং’য়ের ফুটেজ কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার জন্য উচ্চ আদালতে আর্জি জানাবে গেরুয়া শিবির। শুভেন্দু বলেন, ‘ফুটেজ পরীক্ষার পর যদি অনিয়ম প্রমাণিত হয়, তাহলে CBI তদন্ত ও পুরো নির্বাচন বাতিলের দাবি জানানো হবে’।
এই চার কেন্দ্রের পাশাপাশি কোচবিহারের গণনা নিয়েও অভিযোগ আসছে বলে জানিয়েছেন শুভেন্দু। সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য শনিবারই সেখানে যাচ্ছেন তিনি। BJP বিধায়ক বলেন, ‘শনিবারের পর এই কেন্দ্র নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে’। শুভেন্দুর সংযোজন, ’১৮ রাউন্ড অবধি আমাদের প্রার্থী নিশীথ প্রামাণিক এগিয়ে ছিলেন। ১৯-২০ রাউন্ডে তাঁকে হারিয়ে দেওয়া হয়’। এমনকি ওই দুই রাউন্ডে ইভিএম নম্বরের সঙ্গে প্রিসাইডিং অফিসারের দেওয়া ১৭সি ফর্মের নম্বর মেলেনি বলেও দাবি করেন তিনি।