মমতা জমানা শেষ! পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করবে BJP! কবে? তোলপাড় করা ঘোষণা শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ জনতার সমর্থন নয়, বরং ছাপ্পা ভোটে জয়ী হয়েছে তৃণমূল। ২০২৪ লোকসভা ভোটের ফল ঘোষণার ৪ দিনের মাথায় এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভোটের আবহে নন্দীগ্রামে নিহত BJP কর্মী রথীবালা আড়ির পরিবারের সঙ্গে শনিবার দেখা করতে গিয়েছিলেন তিনি। এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন BJP নেতা।

শুভেন্দু বলেন, ‘নির্বাচন পরবর্তী হিংসা TMC-র একটা রোগ। আমরা ২ কোটি ৩৫ লক্ষ ভোট পেয়েছি, আর ওরা পেয়েছে ২ কোটি ৭৫ লক্ষ। ভোটের ব্যবধান ৪০ লক্ষ। এর মধ্যে এই ৪০ লক্ষই ছাপ্পা ভোট। ডায়মন্ড হারবারেই শুধু ১০ লক্ষ ছাপ্পা ভোট পড়েছে। কেশপুরে পড়েছে ১ লক্ষ ৩০ হাজার ভোট’।

   

নন্দীগ্রামের BJP বিধায়ক বলেন, তাঁরা যে ভোট পেয়েছেন সেটা জনতা জনার্দন, গণদেবতার আশীর্বাদ। পাশাপাশি এও বলেন, ১২টা আসনে পরিবর্তে যদি ২১টা আসনে জয়ী হতেন তাহলে সবাই খুশি হতো। গেরুয়া শিবিরও এমনটাই আশা করেছিল বলে জানান শুভেন্দু। তবে তেমনটা হয়নি। আসন কম পেলেও, তাঁরা প্রচুর ভোট পেয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ স্কুল খুললেও শুরু হবে না পঠন-পাঠন! কারণ কী? গরমের ছুটি নিয়ে বিরাট আপডেট

TMC-কে  একহাত নিয়ে শুভেন্দু বলেন, ‘আমার জেলায় তৃণমূল সাফ হয়ে গিয়েছে। ১৬টা বিধানসভার মধ্যে ১৫টিতে আমরা জয়ী হয়েছি’। তাঁর সংযোজন, ‘আমাদের সাংসদদের দ্বারা এলাকার উন্নয়নের চেষ্টা করব। তবে উন্নয়ন তখনই সম্ভব হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় করতে পারব। রাজ্যে ৯০টা বিধানসভায় আমরা এগিয়ে রয়েছি। ১৪৬টা বিধানসভায় আমাদের প্রাপ্ত ভোট ৪০%। আর ২% ভোট বাড়ালেই আমরা ১৪৬টা বিধানসভায় জয়ী হব। ৯০টা বিধানসভা ধরে রাখার পাশাপাশি আরও ৫৮টা বিধানসভায় মানুষের বিশ্বাস অর্জন করে আমাদের এগোতে হবে। সেই সঙ্গেই ত্রুটিমুক্ত ভোট করতে হবে’।

mamata suvendu wb

একইসঙ্গে সংখ্যালঘুদের উদ্দেশেও বার্তা দেন শুভেন্দু। BJP বিধায়ক বলেন, তাঁরাই সবথেকে বেশি অবহেলিত। শিক্ষিত সংখ্যালঘুরা চাকরি পায়নি। পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। TMC তাঁদের গুণ্ডামির কাজে ব্যবহার করছে বএল দাবি করেন শুভেন্দু।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর