আমি শুধু হিন্দুদের বিধায়ক, হিন্দু হিতেই কাজ করব, শিবরাত্রিতে ঘোষণা শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। কারও কাছে কুর্সি ধরে রাখার লড়াই তো কারও কুর্সি হাসিল করার। শাসক থেকে বিরোধী, সব শিবিরেই যখন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তখন বিস্ফোরক মন্তব্য করে উত্তাপ বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধায়কের কথায়, হিন্দুরাই আমাকে জিতিয়েছেন, তাই আমি হিন্দু-হিতে কাজ করব।

‘আমি শুধু হিন্দুদের বিধায়ক’, বার্তা শুভেন্দুর- Suvendu Adhikari

শিবরাত্রির দিন সনাতনী ভক্তদের ফল বিতরণ হচ্ছিল, সেই সময় মঞ্চ থেকে এমনটাই বলে উঠলেন শুভেন্দু অধিকারী। সাফ কথায় বিজেপি বিধায়ক বললেন, ‘আমি হিন্দুদের বিধায়ক।’ স্পষ্ট করে শুভেন্দু বলেন, “আমাকে হিন্দুরা জিতিয়েছেন, তাই আমি হিন্দু হিতে কাজ করব। আমাকে ভোট দিয়েছেন তারা হিন্দু। আমি অন্য কারও বিধায়ক নই। আমি সকলের বিধায়ক নই, আমি শুধুমাত্র হিন্দুদের বিধায়ক।”

বুধবার শিবরাত্রি উপলক্ষে নন্দীগ্রামের সোনাচূড়ায় গিয়েছিলেন শুভেন্দু। সেখানেই মঞ্চ থেকে হিন্দুদের উদ্দেশে বার্তা গেরুয়া বিধায়কের। একই সাথে বড় ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, সোনাচূড়াকে রাম মন্দির উপহার দেবেন। আগামী ৬ এপ্রিল রামনবমীর শুভ দিনে নন্দীগ্রামের রাম মন্দিরের শিলান্যাস করবেন তিনি।

Suvendu Adhikari

আরও পড়ুন: হাইকোর্টের বিচারপতির এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যের এজির! রেগে এ বার যা করলেন জাস্টিস বসু

এদিকে, বুধবার যে ইস্যুতে দিনভর উত্তপ্ত ছিল রাজ্য-রাজনীতি তা হল নিয়োগ দুর্নীতি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে সিবিআই। যেখানে নাম রয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন সেই প্রসঙ্গে নিশানা করে শুভেন্দু বলেন, “উনি সঞ্জয় বোসকে দিয়ে চিঠি না করিয়ে যদি ওনার ক্ষমতা থাকে তাহলে সরাসরি সিবিআই-কে চিঠি দিক।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর