কাশ্মীর কাণ্ডে পাকিস্তানকে যোগ্য জবাব! ‘এবার রিয়েল তেরঙ্গা যাত্রা দেখবে কলকাতা’! ঘোষণা শুভেন্দুর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানার (Pahalgam Terror Attack) বদলা নিয়েছে ভারত। ২৬ জনের প্রাণের পরিবর্তে শতাধিক জঙ্গি নিকেশ করেছে ভারতীয় সেনা (Indian Army)। পাক-ভূমে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ-ও বুধবার দেশে ফিরেছেন। এই আবহে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পিএম মোদী ছিলেন বলে পাকিস্তান চূর্ণ-বিচূর্ণ হয়েছে, বলেন তিনি।

বিজেপির তেরঙ্গা যাত্রা নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

বিগত প্রায় সপ্তাহ তিনেকের টানাপড়েন শেষে আজ ভারতে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম। বাংলাদেশে আটক কোচবিহারের কৃষক উকিল বর্মণকেও শীঘ্রই দেশে ফেরানো হবে বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা।

সেই সূত্রে বিজেপি (BJP) বিধায়ক বলেন, ‘মোদীজি ছিলেন বলে পাকিস্তান চূর্ণ-বিচূর্ণ হয়েছে। পাকিস্তানের বিমানবন্দরগুলি শেষ হয়ে গিয়েছে। কাশ্মীরের নিরীহ পর্যটকদের খুনের প্রতিবাদ স্বরূপ আমরা ২৬০টা মুণ্ডু চেয়েছিলাম। সেখানে হাজারেরও অধিক মুণ্ডু পাওয়া গিয়েছে। এবার রিয়েল তেরঙ্গা যাত্রা দেখবে কলকাতা’।

আরও পড়ুনঃ ‘মোদীজি থাকলে সব সম্ভব’! স্বামী ফেরার পর মমতাকে নিয়ে কী বললেন পূর্ণমের স্ত্রী?

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাত স্বরূপ নিখুঁতভাবে অপারেশন সিঁদুর (Operation Sindoor) চালিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানের পাল্টা সব হামলা ভেস্তে সেদেশকে কড়া জবাব দিয়েছে ইন্ডিয়ান আর্মি। ভারতীয় সেনার এই সাফল্য তুলে ধরতে ও পিএম মোদীকে ধন্যবাদ জানানোর জন্য ভারত জুড়ে তেরঙ্গা যাত্রা শুরু করেছে বিজেপি। আগামী শুক্রবার বিকেল ৫টায় কলকাতায় এই কর্মসূচি হবে।

BJP MLA Suvendu Adhikari shares what works he has done in Nandigram

শুভেন্দু বলেন, ‘অরুণাচল থেকে দিল্লির ইন্ডিয়া গেট তেরঙ্গা যাত্রা দেখেছে, এবার কলকাতাও রিয়েল তেরঙ্গা যাত্রা দেখবে!’। নন্দীগ্রামের বিধায়কের কথায়, ‘বিজেপির এই কর্মসূচিতে সমাজের নানান ক্ষেত্রের মানুষকে শামিল হওয়ার আবেদন জানাচ্ছি। কারণ ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানিয়ে জাতীয় পতাকা হাতে এই মিছিল হবে ও নির্দিষ্ট স্লোগানের মাধ্যমে মাতৃ বন্দনা ও দেশবন্দনা করা হবে’।

আগামী শুক্রবার তথা ১৬ মে কলকাতার কলেজ স্কোয়্যার থেকে শ্যামবাজার অবধি তেরঙ্গা যাত্রা কর্মসূচি নিয়েছে বিজেপি। সেখানে সমাজের সব ক্ষেত্রের মানুষকে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari)। ভারতীয় সেনার সাফল্য তুলে ধরার পাশাপাশি পিএম মোদীকে ধন্যবাদ জানাতে ভারতজুড়ে এই কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X