মমতার জন্য বিশেষ পুরুস্কার চালু করতে চান শুভেন্দু! হঠাৎ হল টা কী বিরোধী দলনেতার?

বাংলা হান্ট ডেস্কঃ দুদিন আগে আরামবাগের সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে পাঁচ লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে এই শূন্যপদ দ্রুত পূরণ করতে চাইছে রাজ্য। তবে আইনি জটে বিভিন্ন ক্ষেত্রের নিয়োগ আটকে থাকার জন্য একজোটে বিরোধী সিপিএম, বিজেপি ও কংগ্রেসকে নিশানা করেন মমতা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর এবার পাল্টা জবাব দিতে আসরে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে শুভেন্দু বলেন, আগামী দিনে তারা একটি পুরস্কার চালু করতে চান। রাজ্য সরকারের একাধিক প্রকল্পের নামের সাথে এই পুরস্কারের নামের মিল রয়েছে। শুভেন্দুর কথায়, প্রকাশ্য সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিয়োগ নিয়ে যা ঘোষণা করেছেন তাতে তার জন্য ‘মিথ্যাশ্রী’ পুরস্কার চালু করা হবে।

প্রসঙ্গত, দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ভোটের নিঘন্ট এখনও ঘোষণা না হলেও বাংলায় ভাল ফল করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিজেপি। পাশাপাশি ২৬ এর বিধানসভা ভোটে বাংলা তাদের দখলে যাবে বলেও আশা রাখছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই অবস্থায় রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই ‘মিথ্যাশ্রী’ পুরস্কার চালু করা হবে বলে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু বলেন, ”পাঁচ লক্ষ নিয়োগ নিয়ে আরামবাগে মিথ্যাচার করা হয়েছে। মিথ্যাচার করেছেন মুখ্যমন্ত্রী। পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্টে কোনও মামলা নেই। শুধু প্রাইমারিতে কিছু মামলা আছে।”

শুভেন্দুর কথায়, ” চাকরি পেলে বাজেটে তো প্রভিশন করতে হয় বেতনের জন্য, বাজেট ভাষণের বইতেও কোনও প্রভিশন নেই পাঁচ লক্ষ চাকরির।” লোকসভা নির্বাচন আসন্ন বলে মুখ্যমন্ত্রী রাজ্যের যুবক-যুবতীদের ভাঁওতা দিচ্ছেন বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা।

suvendu mamata

আরও পড়ুন: DA বৃদ্ধির পর সামনে ফের সুখবর! নয়া বছরে লটারি লাগলো এই সব রাজ্য সরকারি কর্মচারীদের

কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? আরামবাগ থেকে মমতা বলেছিলেন,স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে পাঁচ লক্ষ শূন্যপদ রয়েছে। এই পাঁচ লক্ষের মধ্যে এক লক্ষ শূন্যপদ রয়েছে শিক্ষকতায়। পুলিশে ৬০ হাজার। এ ছাড়া দমকল, পঞ্চায়েত, স্বাস্থ্য, জনস্বাস্থ্য ও কারিগরি-সহ বেশ কয়েকটি দফতরে পদ খালি রয়েছে বলে মন্তব্য করেছিলেন মমতা। মুখ্যমন্ত্রী দাবি করেন দ্রুত এই শূন্যপদ পূরণ করা হবে। নিয়োগ পাবে রাজ্যের ছেলে-মেয়েরা। মমতার এই প্রতিশ্রুতিকেই মিথ্যাচার বলে দাবি করেন শুভেন্দু।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর