মূর্তি আনতে যাওয়া হিন্দুদের উপর পুলিশের লাঠিচার্জ! ভিডিও পোস্ট করে মমতাকে আক্রমণ শুভেন্দুর

বর্তমানে রাজ্য রাজনীতিতে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর মধ্যে সাপে-নেউলে সম্পর্ক সর্বজনবিদি। দুজনই একে অপরকে একাধিক সময়ে নানাবিধ কারণে আক্রমণ করে চলেন। তবে বর্তমানে শুভেন্দু অধিকারী একটি ভিডিও টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর সেই বিতর্ক যে আরও বাড়বে তা বোঝাই যাচ্ছে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল ছেড়ে বিজেপিতে আগমন ঘটে শুভেন্দু অধিকারীর এবং তারপর থেকে তৃণমূল দলের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক বেজায় খারাপ। এরপর নন্দীগ্রামে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারানোর পর দুপক্ষের মধ্যে বিবাদ আরো বৃদ্ধি পায়। এরপর বিরোধী দলনেতা হিসেবে প্রতিষ্ঠিত হযয়ে শুভেন্দু অধিকারী একাধিক ইস্যুতে মমতা সরকারকে আক্রমণ শুরু করে।

   

অপরদিকে মমতা ব্যানার্জি নানাভাবে বিতর্কিত মন্তব্য করেন শুভেন্দুর বিরুদ্ধে। সম্প্রতি, শুভেন্দু অধিকারী তার নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন এবং তাতে সেই বিতর্ক আরো বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞদের মত। কি এমন আছে সেই ভিডিওটিতে!

ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তায় বেরোনো কিছু হিন্দুদের ওপর পুলিশের লাঠিচার্জ করার দৃশ্য এবং সেই ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী জানান যে, পশ্চিমবঙ্গের পুলিশ বর্তমানে মমতা সরকারের দলদাসে পরিণত হয়েছে। এবং তাদের বর্বরতার কথাই তিনি তার পোস্টে তুলে ধরেছেন। শুভেন্দু অধিকারী জানান, খেজুরির টিকাশি অঞ্চলে সূর্য সংঘ এর প্রতিমা আনতে বেশকিছু সনাতনী ভক্তসমূহ রাস্তায় বেরোয় এবং ঠিক এই সময়েই নাকি খেজুরি থানার ওসি কামার হাসিদের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এসে সেই মানুষদের উপর লাঠিচার্জ শুরু করে তাও আবার কোনো কারণ ছাড়াই। শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী, সেখানে উপস্থিত ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত রেয়াদ করেনি পুলিশ এবং এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে মমতা সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী টুইটার একাউন্টে ভিডিওটি পোস্ট করে লেখেন, “পশ্চিমবঙ্গের মমতা সরকারের দলদাস পুলিশের বর্বরতার নতুন নিদর্শন। গতকাল খেজুরীর টিকাশী অঞ্চলের অড়াবাগা সূর্য সংঘ এর প্রতিমা আনতে যাওয়ার সময় খেজুরী থানার ওসি কামার হাসিদের নেতৃত্বে সনাতনী ভক্তদের ওপর লাঠিচার্জ করা হয়, বাচ্চাদের কেও রেয়াত করেনি। তীব্র ধিক্কার জানাই, ছিঃ”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর