বাংলা হান্ট ডেস্কঃ টেবিলে পরিপাটি করে সাজানো নানান পদ। থালার চারিদিকে ফুলের পাঁপড়ি দিয়ে সাজানো। পঞ্চায়েত সমিতির অফিসে এভাবেই আয়োজন করা হল বিডিওর আইবুড়োভাতের। গলায় মালা পরিয়ে, শাঁখ বাজিয়ে চলল ‘অনুষ্ঠান’। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
নন্দীগ্রামের BJP বিধায়কের দাবি, ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে (Purba Bardhaman)। যে ব্যক্তির আইবুড়োভাতের আয়োজন করা হয়েছে তিনি বর্ধমান ১-র বিডিও। ব্লক তৃণমূল নেতৃত্বের তরফ থেকে পঞ্চায়েত সমিতির অফিসে (Panchayat Samiti Office) এই ‘অনুষ্ঠানে’র আয়োজন করা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু।
How wonderful !
Pre wedding festivities of Burdwan-I BDO, organized by the Block TMC Leadership within the Panchayat Samiti Office.
The Officer could be seen touching the feet of the TMC Leader, seeking blessings.
This incident of the Purba Bardhaman district isn’t an exception,… pic.twitter.com/rnpyliiy3X— Suvendu Adhikari (@SuvenduWB) July 4, 2024
রাজ্যের বিরোধী দলনেতার শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, প্রথমে এক ব্যক্তি ওই যুবকের গলায় মালা পরিয়ে দেন। এরপর সেই যুবককে ফুল, চন্দন দিয়ে আশীর্বাদ করেন একজন মহিলা। তাঁর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় ওই যুবককে। সেই মুহূর্তে পাশ থেকে আবার শাঁখ বেজে ওঠে। এরপর একগাল হাসি নিয়ে খেতে বসেন ওই যুবক।
আরও পড়ুনঃ রেলের মহিলা কামরা নিয়ে কড়া নির্দেশ আদালতের! আর চলবে না উপদ্রব
এই ভিডিও শেয়ার করে শুভেন্দু (Suvendu Adhikari) ক্যাপশনে লেখেন, ‘দুর্দান্ত! পঞ্চায়েত সমিতির অফিসের মধ্যে বর্ধমান ১-এর বিডিওর প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্লক তৃণমূল নেতৃত্ব। ওই অফিসারকে তৃণমূল নেত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা যাচ্ছে’।
শুভেন্দু লেখেন, পূর্ব বর্ধমানের এই ঘটনা অবশ্য ব্যতিক্রম নয়। গোটা পশ্চিমবঙ্গের ধারা হয়ে উঠেছে এটি। BJP বিধায়কের কথায়, ‘শাসক দল এবং প্রশাসনের মধ্যেকার বিভাজন রেখা সর্বদাই অস্পষ্ট ছিল, তবে এখন সেটা যেন একেবারেই মুছে গিয়েছে’।
উল্লেখ্য, এদিন সকাল ১১:১৮ মিনিটে নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করেন শুভেন্দু। ইতিমধ্যেই এই বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে এসেছে। পূর্ব বর্ধমানের এই ঘটনা নিয়ে শুরু হয়েছে চর্চা।