বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনের আবহে গত মঙ্গলবার সন্ধ্যে নাগাদ রীতিমতো তুলকালাম ঘটে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কোলাঘাটে। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অফিস এবং বাসভবনে আচমকাই অভিযান চালায় পুলিশ। এমতাবস্থায়, শুভেন্দু অভিযোগ করে জানিয়েছেন যে, আদালতের বিশেষ রক্ষাকবচ থাকা সত্বেও পুলিশ তাঁর অফিসে বেআইনিভাবে অভিযান চালিয়েছে। এমনকি, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে কোলাঘাট থানার সামনে ক্ষোভ প্রদর্শন করেন শুভেন্দু।
পাশাপাশি, বিরোধী দলনেতা এটাও অভিযোগ করে জানান যে পুলিশকর্মীরা ছাড়াও ওই দলে ছিলেন আই প্যাকের কর্মীরাও। এমতাবস্থায়, ওই ঘটনার ঠিক পরের দিন বুধবার সন্ধ্যেবেলায় শুভেন্দু তাঁর কোলাঘাটের অফিস এবং বাসভবনে যেসমস্ত পুলিশ কর্মী অভিযান চালিয়েছিলেন তাঁদের নাম এবং ছবি প্রকাশ্যে আনেন। পাশাপাশি, এই সংক্রান্ত পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি পুরো বিষয়টি উপস্থাপিত করেন।
এছাড়াও, রাজ্যের বিরোধী দলনেতা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই পুলিশের এই পদক্ষেপ অনৈতিক এবং অগণতান্ত্রিক। শুভেন্দু অধিকারী ওই পোস্টে জানিয়েছেন, “পশ্চিমবঙ্গের জনসাধারণের জ্ঞাতার্থে আমি জানাতে চাই যে, ছবির এইসব ব্যক্তিগণ আমার কোলাঘাটের অফিস ও বাসভবনে অবৈধ অভিযানে জড়িত। মমতা ব্যানার্জির নির্দেশে কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই আমার অনুপস্থিতিতে পুলিশের এই পদক্ষেপ অনৈতিক এবং অগণতান্ত্রিক।”
This is for the general information of the People of West Bengal.
The following people were involved in the Illegal Raid at my office cum residence at Kolaghat; Purba Medinipur.
These people orchestrated the unethical and immoral Police action without any warrant, at the behest… pic.twitter.com/OAqehVLNrY— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) May 22, 2024
পাশাপাশি, ওই পোস্টে তিনি জানিয়েছেন “পশ্চিমবঙ্গের মানুষ এইসব পুলিশকর্মীদের চিনে রাখুন। এরা পশ্চিমবঙ্গের করদাতাদের টাকায় বেতন পান। কিন্তু তৃণমূল পার্টির প্রতি আনুগত্য প্রমাণ করতে সর্বদাই তৎপর থাকেন। তৃণমূল নেতৃত্বের পদলেহন করাই যেনো ম্যানুয়ালে পড়েছেন!”
আরও পড়ুন: “এটা চাকরিজীবীদের অধিকার”, আদালতের নির্দেশে মুখে হাসি ফুটল সরকারি কর্মীদের
শুভেন্দু যাঁদের ছবি সামনে এনেছেন তাঁদের মধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ IPS নিখিল আগরওয়াল, কোলাঘাট পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ সৌরভ চিন্না, CMG সেলের অফিসার ইনচার্জ সৌরভ মিত্র, তমলুকের সার্কেল ইন্সপেক্টর চম্পক রঞ্জন চৌধুরী এবং পুলিশকর্মী কৌশিক ধল।
আরও পড়ুন: চুনোপুঁটি USA-র কাছেও হার বাংলাদেশের! T20 বিশ্বকাপের আগে ল্যাজেগোবরে টাইগাররা
এদিকে, গতকালই শুভেন্দু জানিয়েছিলেন যে, “আমি মমতার অত্যাচারের শিকার। আমার অনুপস্থিতিতে বা আমার অনুমোদিত প্রতিনিধি ছাড়া এভাবে তল্লাশি করা যায় না। এটা সম্পূর্ণ বেআইনি। আমি নির্বাচন কমিশনকে বলব, তল্লাশি করতে। যে পুলিশ আধিকারিকরা এসেছিলেন, তাঁদের সাসপেনশন চাইছি। বদলি নয়, সাসপেনশন।” এমতাবস্থায়, এবার তিনি নিজেই ওই পুলিশ আধিকারিকদের পরিচয় এবং ছবি সামনে আনলেন।