তৃণমূল এলে রাজ্য বাংলাদেশ হয়ে যাবে! কাউকে ধুতি পরতে দেবে না! মাথায় তিলকও লাগাতে দেবে নাঃ শুভেন্দু অধিকারী

বাংলা হান্ট ডেস্কঃ  হলদিয়ায় মনোনয়ন আর নন্দীগ্রামে পায়ে চোট লাগার আগে নন্দীগ্রামে একটি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় চণ্ডীপাঠ করেছিলেন। এরপর পশ্চিমাঞ্চলের একটি সভা থেকে তিনি কলমা পড়েছিলেন। আবার খেজুরির সভা থেকে সবাইকে ‘দোল মোবারক” বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়েই এবার মমতাকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার ঝাড়গ্রামে একটি রোড শো করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর এরপর তিনি নয়াগ্রামে একটি সভাও করেন। ওই সভায় শুভেন্দু অধিকারী বলেন, ‘বেগমের সভা দেখেছেন তো? উনি সভাও কলমা পড়েছেন! বেগমের পার্টিকে একটিও ভোট দেবেন না।” এভাবেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আরও বলেন, রাজ্যে পুনরায় তৃণমূল সরকার এলে কাউকে ধুতি গামছা পরতে দেওয়া হবে না। কারোর গলায় তুলসীর মালা আর মাথায় তিলক কাটতে দেওয়া হবে না। শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল তাঁদের সবকিছুই বাংলাদেশ থেকে ধার করে আনছে। তৃণমূলের ‘মা মাটি স্লোগান” সর্বপ্রথম দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তৃণমূলের ‘জয় বাংলা” স্লোগান বাংলাদেশের মুজিবুর রহমানের সৃষ্টি। এমনকি তৃণমূলের ‘খেলা হবে” স্লোগানও বাংলাদেশের এক নেতার উক্তি।

মঙ্গলবার নয়াগ্রামের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, ২০১০ থেকে আমি জঙ্গলমহলে মাওবাদিদের উৎপাত কমিয়েছি। এখানে সংগঠন করেছি। এখানকার জন্য উন্নয়নমূলক কাজ করেছি। এরপর পিসি-ভাইপোর কোম্পানি আমাকে জঙ্গলমহল থেকে তাড়িয়ে দেয়। ওঁরা শুধু আমাকে তাড়ায় নি, ওঁরা আপনাদের উন্নয়ন রুখে দিয়েছে। এর বদলা আপনারা নেবেন না?

শুভেন্দু অধিকারী এদিনের সভা থেকে বলেন, ‘তৃণমূলের লোকেরা এখানকার আদিবাসী, জনজাতিদের বোঝাচ্ছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না এলে এখানকার মানুষের চাল বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের বলে দিই, এই চাল তৃণমূলের চাল নয়। ৩২ টাকা কেজি চালের মধ্যে তৃণমূল সরকার ১ টাকা ভর্তুকি দেয় আর কেন্দ্রের মোদী সরকার ২৯ টাকা ভর্তুকি দেয়। এরপর আপনারা ২ টাকা কেজি চাল পান। বিজেপি ক্ষমতায় এলে আপনাদের চাল বন্ধ হবে না, উল্টে আপনারা ১ টাকা কেজি চাল পাবেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর