বাংলা হান্ট ডেস্কঃ সামনেই রয়েছে কলকাতা পুরভোট। আর তার আগেই দলের লক্ষ্য স্থির করে দিলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কল্পনার জগতে ভেসে কোন উচ্চাকাঙ্ক্ষা নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়েই এক লক্ষ্যমাত্রা স্থির করলেন শুভেন্দু অধিকারী। এমনই খবর প্রকাশ করা হয় কিছু সংবাদ মাধ্যমের তরফ থেকে। এবার এমন ভিত্তিহীন খবর প্রকাশ করায় সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা।
নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একটি ট্যুইট করে শুভেন্দু অধিকারী লেখেন, ‘চটি-চাটা চিত্রিত:- এই ধরনের ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট নিবন্ধ হলুদ সাংবাদিকতার একটি প্রধান উদাহরণ। ক্ষমতাসীন দলের নির্দেশে চ্যানেলটি এ ধরনের খবর প্রচার করছে। যথাসময়ে আইনি নোটিশ পাঠানো হবে।” শুভেন্দু অধিকারী নিজের ট্যুইটে একটি সংবাদ মাধ্যমের খবরের ছবিও দিয়েছেন।
Chati-Chata Illustrative:-
This kind of baseless, false & fabricated article is a prime example of yellow journalism.
The channel is dishing out such news at the behest of the ruling party.Legal notice would be sent in due time. pic.twitter.com/2j14BWLPF8
— Suvendu Adhikari (@SuvenduWB) December 6, 2021
উল্লেখ্য, সামনেই রয়েছে কলকাতা পুরভোট। তবে নির্বাচনের আগেই রয়েছে ইস্তেহার (Election Manifesto) প্রকাশ। আগামী ৮ ই ডিসেম্বর ইস্তেহার প্রকাশের আগেই, সূত্র মারফত জানতে পারা গেল বিজেপির (bjp) পরিকল্পনা। নির্বাচনে জয় আনতে পারলেই, বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে বিজেপির।
স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও স্বচ্ছতা থেকে শুরু করে, একাধিক প্রতিশ্রুতি রয়েছে এই নির্বাচনী ইস্তেহারে। যেখানে বলা হয়েছে, শহর কলকাতায় চালু করা হবে ইউনিফায়েড ট্রান্সপোর্ট কার্ড। এই কার্ড থাকলে, আর দাঁড়াতে হবে না কোন লাইনে। এক কার্ডেই সফর করা যাবে মেট্রো রেল, ট্রাম, বাস এবং লোকাল ট্রেনেও। লাগবে না আলাদা করে কোন টিকিট।
বিভিন্ন সময়ে শহরে ব্যাপক অগ্নিকাণ্ডের জেরে গুরুত্বপূর্ণ বাজার, অফিস বিল্ডিং ক্ষতিগ্রস্থ হওয়ায় বারবার অগ্নিনির্বাপন ব্যবস্থা দিকে আঙ্গুল উঠেছে। ক্ষমতায় এলে, এই ব্যবস্থায় জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপি। আবার শহরের পার্কিং লট নিয়ে নানারকম সমস্যা থাকায়, তার জন্য ১০ টি আলাদা জায়গায় এই ব্যবস্থা করার প্রতিশ্রুতিও রয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহারে।
বৃষ্টির সময় বড়ই দুর্ভোগ পোহাতে হয় কলকাতাবাসীদের। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় শহর কলকাতার একাধিক এলাকা। নির্বাচনে জয় আনতে পারলেই, ব্রিটিশ আমলের ড্রেনেজ ব্যবস্থায় আমূল বদল আনার পরিকল্পনা রয়েছে বিজেপির। সঙ্গে কলকাতা কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডে মিউজিক স্কুল, স্পোর্টস সেন্টার করার পরিকল্পনাও রয়েছে গেরুয়া শিবিরের। এছাড়াও কেন্দ্রের AMRUT প্রকল্প এবং স্বচ্ছ ভারত মিশনের অধীনে ঘরে ঘরে জল এবং শৌচালয় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে বিজেপির। ‘কলকাতা জিতবে, জিতবে বিজেপি’ শীর্ষক ওই ইস্তেহারের নাম ‘আমার কলকাতা’।