হলদিয়া বন্দরে কাজ বন্ধ কেন? অভিষেককে তোপ শুভেন্দুর! পাল্টা BJP নেতাকে ‘তোলাবাজ’ কটাক্ষ কুণালের

বাংলা হান্ট ডেস্কঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বনাম তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দ্বন্দ্বে সরগরম বঙ্গ রাজনীতি। এদিন ফের একবার অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি (Bharatiya Janata Party) নেতা। এক্ষেত্রে হলদিয়া (Haldia) বন্দরে একাংশে কাজ কি কারণে বন্ধ রয়েছে, সেই বিষয়ে প্রশ্ন উঠতেই তৃণমূল সাংসদের দিকে অভিযোগের আঙ্গুল তোলেন শুভেন্দু। যদিও পরবর্তীতে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এদিন হলদিয়া টাউন হলে দলীয় বৈঠকে যোগদান করেন শুভেন্দু অধিকারী। পরবর্তীতে তাঁর বক্তব্যে উঠে আসে অভিষেক ইস্যু। এক্ষেত্রে হলদিয়া বন্দরের নয় নম্বর বার্থে পণ্য খালাসের কাজ কেন বন্ধ রয়েছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে অভিষেকের দিকে অভিযোগের আঙুল তুলে শুভেন্দু বলেন, “ভাইপোকে জিজ্ঞাসা করুন। উনি ভালো জানেন। এক্ষেত্রে ভাইপোর মাল তোলার ব্যবসা চলছে।”

যদিও অভিষেককে আক্রমণ করার কয়েক মুহূর্তের মধ্যেই শুভেন্দু অধিকারীকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “শুভেন্দু আস্ত তোলাবাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা ঠিকাদার হবে, তাদের কেউই পার্টির জনপ্রতিনিধি কিংবা নেতা থাকতে পারবে না। এই নির্দেশ সব মহলে মানা হচ্ছে। আসলে নিজেরা যে কাণ্ড ঘটিয়েছে, তা লুকানোর জন্যই ঠিকাদারদের দালালি করে চলেছেন শুভেন্দু।”

প্রসঙ্গত, হলদিয়ার ৯ নম্বর বার্থে বন্ধ রয়েছে পণ্য খালাসের কাজ। এক্ষেত্রে ফাইভ স্টার কোম্পানির তরফ থেকে কাজ করা হলেও সম্প্রতি তাদের কাজ বাধাপ্রাপ্ত হয় এবং বর্তমানেও সেই কাজ শুরু করা যায়নি বলে খবর আর এদিন শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের পাল্টা বক্তব্য ঘিরে বিতর্ক বেশ খানিকটা উস্কে গেল বলেই মত বিশেষজ্ঞদের।

উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বেনজির আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কয়লা ভাইপোর ছেলের জন্মদিনে বিপুল আয়োজন করা হয়েছে। ৫০০ পুলিশ কর্মী, ডগ এবং বোম স্কোয়াড, মেটাল ডিটেক্টর নিয়ে হোটেলে অনুষ্ঠান করা হচ্ছে।”

Suvendu

যদিও পরবর্তীতে শুভেন্দুকে বিঁধে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। সেই কারণে একটি অনুষ্ঠান হচ্ছিল। উনি এটাকে অভিষেকের ছেলের জন্মদিন বলে মিথ্যাচার করছেন।” আর ফের একবার অভিষেকের উদ্দেশ্যে শুভেন্দুর আক্রমণ এবং পরবর্তীতে কুণালের কটাক্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বাংলা।

Sayan Das

সম্পর্কিত খবর