নিঃশব্দে ৩২ লক্ষ গ্রাহকের বিদ্যুতের বিল বাড়িয়ে দিল CESC, শুভেন্দুর অভিযোগের পাল্টা সাফাই সংস্থার

বাংলা হান্ট ডেস্কঃ  সম্প্রতি, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন সময় কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাজ্যে আইনশৃঙ্খলা থেকে শুরু করে নারী নিরাপত্তা এবং বিভিন্ন কেলেঙ্কারিতে রাজ্যের শাসক দলের যুক্ত থাকাকে কেন্দ্র করে একাধিক সময় সুর চড়ান তিনি। আর এদিন শুভেন্দু অধিকারীর নিশানায় ছিল CESC। রাজ্য সরকারের পাশাপাশি এদিন সিইএসসি সংস্থাকে একযোগে আক্রমণ করেন বিজেপি নেতা।

গ্রাহকদের অজান্তেই কলকাতা সহ একাধিক এলাকায় বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে এদিন সিইএসসিকে তুলোধোনা করেন তিনি। এর সঙ্গেই রাজ্য সরকারের প্রত্যক্ষ মদত রয়েছে বলেও অভিযোগ তাঁর। যদিও শুভেন্দুর এই দাবি মানতে অস্বীকার করেছে সংস্থা। এদিন তাঁর টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। যেখানে তিনি বলেন, “আচমকাই বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে সিইএসসি। প্রায় 32 লাখ গ্রাহকের অজান্তেই দাম বৃদ্ধি করা হয়েছে।”

এছাড়াও তিনি বলেন, “রাজ্য সরকারের আশীর্বাদ নিয়ে এ ধরনের একচ্ছত্র মনোভাব দেখিয়ে চলেছে সিইএসসি। তারা মানুষের কথা চিন্তাই করছেন না।” শুভেন্দু অধিকারীর এই অভিযোগের পর সিইএসসি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই সরাসরি কোনো রকম মন্তব্য করতে চাননি। তবে পরোক্ষ ভাবে তাদের তরফ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের কাছে প্রতি মাসে যে বিল পাঠানো হয়, সেখানে সব তথ্য উল্লেখ রাখা হয়। সেখানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের অনুমোদন এর পাশাপাশি বিদ্যুৎ খরচ কোন খাতে নেওয়া হচ্ছে, তা উল্লেখ করা হয়।

তাদের পক্ষ থেকে বলা হয়, “প্রতি মাসে বিদ্যুতের বিলের সঙ্গে আমরা এমভিসিএ খাতে কিছু টাকা নিয়ে থাকি এবং এটি নেওয়া হয় মূলত বাজারের জ্বালানির দাম কমা-বাড়ার ওপর। তবে ফেব্রুয়ারি মাসে এই সংক্রান্ত কোন রকম টাকা মানুষের কাছ থেকে নেওয়া হয়নি।”


Sayan Das

সম্পর্কিত খবর