ঋণের দায়ে জর্জরিত বাংলা, তাই স্কুলকে অপচয় বন্ধের নির্দেশ দিয়েছে! বিস্ফোরক শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ বিদ্যুতের অপচয় রুখতে তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্প্রতি সরকারি অফিসে বিদ্যুতের অপচয় বন্ধ করা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বৈঠকে এই নিয়ে কথা বলেন তিনি। এবার রাজ্যের স্কুলগুলিতে বিদ্যুতের অপচয় রুখতে তৎপর রাজ্য (Government of West Bengal)। স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে বাংলার প্রত্যেকটি বিদ্যালয়ে ইলেকট্রিকের অপচয় রুখতে সতর্ক করা হয়েছে। এবার এই নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ঋণের সীমা অতিক্রম করে ফেলেছে, সেই কারণে স্কুলগুলিতে বিদ্যুৎ অপচয় (Electric Wastage) বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। রবিবার এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন, ‘কেরলের থেকেও বাংলার খারাপ অবস্থা। ঋণের সীমা পার করে ফেলেছে। আর তো লোন পাবে না। সেই জন্য চিৎকার শুরু করেছে। কতখানি দেউলিয়া অবস্থা হলে বিদ্যালয়গুলিকে বলছে বিদ্যুৎ অপচয় করবে না’।

বিদ্যুৎ অপচয় বন্ধের নির্দেশের পাশাপাশি অনুপ্রবেশ নিয়ে রাজ্যকে আক্রমণ করেন BJP নেতা। গতকাল হুগলির শ্রীরামপুরে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেন, ‘গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসা মুসলিম ছেলেকে হিন্দু নামে শংসাপত্র দিয়েছে। এটা একটা মারাত্মক ঘটনা’।

আরও পড়ুনঃ সুকান্ত অতীত, বঙ্গ BJP-র বিরাট দায়িত্ব পেতে চলেছেন এই হেভিওয়েট নেতা! নাম ফাঁস হতেই তোলপাড়

একইসঙ্গে শুভেন্দু বলেন, তাঁদের লড়াই কোনও ধর্ম অথবা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। তবে এই রাজ্যে ‘সাম্প্রদায়িক কার্ড’ খেলা হচ্ছে বলে দাবি করেন তিনি। অনুপ্রবেশকারীদের মদত দিয়ে এই রাজ্যটাকে কার্যত ভারতের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা।

Suvendu Adhikari

এরপর নন্দীগ্রামে ৭০% হিন্দুকে একত্রিত করতে পেরেছেন জানিয়ে শুভেন্দু বলেন, ‘যেদিন এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গে হবে, সেদিন রাষ্ট্রবাদী সরকার হবে’। এদিন NEET, UGC-NET দুর্নীতি নিয়েও কথা বলেন BJP নেতা। বলেন, ‘রাজ্যে যদি শিক্ষায় দুর্নীতি হয় তাহলে রাজ্য সরকার অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করে। তবে কেন্দ্রে যদি দুর্নীতি হয় তাহলে মোদী সরকার শাস্তির ব্যবস্থা করে। তৃণমূল আর বিজেপি এখানেই আলাদা’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর