‘উনি একজন প্রতিষ্ঠিত চোর’, নয়া দায়িত্ব মেলায় কুণালের উদ্দেশ্যে চরম কটাক্ষ শুভেন্দুর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ‘উনি একজন প্রতিষ্ঠিত চোর। ডকুমেন্টারি চোর’, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) প্রসঙ্গে ঠিক এভাবেই চরম কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর গড়ে কুণাল ঘোষকে সাংগাঠনিক দায়িত্ব দেওয়া প্রসঙ্গে এদিন তৃণমূল নেতাকে উদ্দেশ্য করে একের পর এক বেফাঁস মন্তব্য করেন শুভেন্দুবাবু।

কুণাল প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, “এরকম নিকৃষ্টমানের লোকের মুখ ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করার প্রয়োজন রয়েছে। সাড়ে তিন বছরের উপর সময় ধরে চুরির দায়ে জেল হেফাজতে ছিল ও। একজন প্রতিষ্ঠিত চোর। ডকুমেন্টারি চোর।”

উল্লেখ্য, শুভেন্দু গড়ে তৃণমূল কংগ্রেস দলের সাংগঠনিক দায়িত্ব পদে সম্প্রতি নিয়ে আসা হয়েছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। এই প্রসঙ্গে এদিন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “আমি সর্বদাই দলের হয়ে কাজ করেছি এবং অনুগত থেকেছি। দলের খারাপ সময়ও দলের পাশে থাকার চেষ্টা করেছি সর্বতোভাবে। দল আমায় এর আগেও নানান দায়িত্ব দিয়েছেন , আর এইবারের দায়িত্বও আমি মাথা পেতে নিয়েছি। পিছিয়ে যেতে চাই নি।”

কুণাল আরো বলেন, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় শুধু হলদিয়া নয়, পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটি মানুষের মধ্যে সমন্বয় স্থাপনের দায়িত্ব দিয়েছেন এবং আমি তা যথাযথভাবে পালন করব।”

kunal ghosh sneered at suvendu adhikari

যদিও কুণাল ঘোষের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে এদিন নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি গড় প্রসঙ্গে তিনি বলেন, “আমার আলাদা করে কোন গড় নেই। আমরা সবাই ভারতবাসী। গোটা দেশই হলো আমার গড়।”

X